সংবাদদাতা: জন রিচার্ড রোজারিও
“ঋণ কার্যক্রমে, আমরা সফল হবো” মূলসুরের আলোকে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্র রাজশাহীতে কারিতাস কেন্দ্রিয় সিএমএফপি টিমের সার্বিক পরিচালনায় এবং আঞ্চলিক সিএমএফপি ক্রেডিট অফিসারদের অংশগ্রহণে মাইক্রোফাইনান্স কর্মশালা অনুষ্ঠিত হয়। ১১ এপ্রিল কারিতাস নির্বাহী পরিচালক মি. সেবাষ্টিয়ান রোজারিও, দেশের বাহিরে অবস্থান করার কারণে জুম লিংক-এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ড. আরোক টপ্য, ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল। কর্মশালাটির সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ কামাল উদ্দিন, পরিচালক সিএমএফপি, কারিতাস কেন্দ্রিয় অফিস। এছাড়াও কর্মশালায় উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী ব্যবস্থাপক, কারিতাস কেন্দ্রিয় অফিস ও মোহাম্মদ মহিউদ্দিন আকন্দ, সহকারী ব্যবস্থাপক কারিতাস কেন্দ্রিয় অফিস। কর্মশালার সঞ্চালনার দায়িত্বে ছিলেন কার্তিক মিঞ্জ, আঞ্চলিক ব্যবস্থাপক (সিএমএফপি), কারিতাস রাজশাহী অঞ্চল।
সভাপতি আরোক টপ্য শুভেচ্ছা বক্তব্যে বলেন, আজকের এই কর্মশালার মাধ্যমে আমরা নিজেদের কার্যক্রমের ভুল-ভ্রান্তি মূল্যায়ন করার সুযোগ পাবো এবং সকলের অংশগ্রণের মাধ্যমে জনগণের স্থায়িত্বশীল অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারবো। নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও বলেন, বর্তমান প্রযুক্তির যুগে আমরা নিজেদের আরো সময় উপোযোগী করে গড়ে তুলবো। প্রশিক্ষণ আমাদের স্বক্ষমতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করে। উক্ত প্রশিক্ষণের মাধ্যমে আমরা ঋণ কার্যক্রমে নিজেদের পিছিয়ে থাকার কারণগুলো অনুধাবনের চেষ্টা করবো এবং একটি অঙ্গীকার নিয়ে আমরা ফিরে যাবো, আর সেটা হলো “ঋণ কার্যক্রমে, আমরা সফল হবো”। কর্মশালায় কারিতাস রাজশাহী অঞ্চলাধীন ৪২টি ব্রাঞ্চ অফিস হতে ১৭০ জন ক্রেডিট অফিসার অংশগ্রহণ করেন।