গত ১৩ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দে, বোর্ণী মারীয়াবাদ ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কাথলিক বিশপস্ সম্মিলণীর ন্যায় ও শান্তি কমিশন এবং রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের যৌথ উদ্যোগে “ধর্মপল্লীর ন্যায় ও শান্তি কমিটির পালকীয় ওরিয়েন্টেশন” বিষয়ক সেমিনার। অংশগ্রহণে ছিল রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়ার মোট ৮ টি ধর্মপল্লীর ন্যায় ও শান্তি কমিটির সদস্যবৃন্দ। প্রথমেই বাংলাদেশ কাথলিক বিশপস্ সম্মিলণীর ন্যায় ও শান্তি কমিশনের সচিব ফাদার লিটন এইচ. গমেজ, সিএসসি সেমিনারে লক্ষ্য-উদ্দেশ্য এবং মূলসুর “Conflict Transformation and Peace-Building দ্বন্দ রূপান্তর এবং শান্তি প্রতিষ্ঠা” এর উপর সহভাগিতা করেন। এছাড়া প্রধান অতিথি হিসেবে পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও “ন্যায় ও শান্তি কমিটির সেবাকাজে কাথলিক মণ্ডলীর শিক্ষা এবং পালকীয় দিকনির্দেশনা” সম্পর্কে আলোকপাত করেন। দক্ষিণ ভিকারিয়ার বর্তমান বাস্তবতা ও করণীয়: ভূমি,আইন-কানুন, সামাজিক ও পারিবারিক জীবন” সম্পর্কে সহভাগিতা করেন মি. সুক্লেশ র্জজ কস্তা, আঞ্চলিক পরিচালক, রাজশাহী কারিতাস। অতপর দক্ষিণ ভিকারিয়ার বর্তমান বাস্তবতায় ন্যায় ও শান্তি কমিটির ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিভিন্ন খোলামেলা প্রশ্নোত্তর, কর্ম-পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিশেষে রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের আহ্বায়ক ফাদার বিকাশ এইচ রিবেরু সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করার মধ্য দিয়ে সেমিনার সমাপ্ত ঘোষনা করা হয়। অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৬১ জন।
ধর্মপল্লীর ন্যায় ও শান্তি কমিটির পালকীয় ওরিয়েন্টেশন বিষয়ক সেমিনার
Please follow and like us: