গত ২৪ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দে, কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার, কাজীপুর রানী দিনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তেকানী ও খাসরাজবাড়ী ইউনিয়নের বন্যার্ত ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগত অর্থ সহায়তা প্রদান করে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি লবন ও ১ লিটার সোয়াবিন তেল। এছাড়াও প্রত্যেক পরিবারকে নগদ ১,৫০০/- টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ¦ মোহাম্মদ নাসিম, এমপি, সিরাজগঞ্জ ১ ও প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজীপুর ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তা। এছাড়াও উপস্থিত ছিলেন তেকানী ও খাসরাজবাগী ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ত্রাণ বিতরণ কর্মসূচিতে সার্বিক সহায়তা প্রদান করেন উপজেলা ও স্থানীয় প্রশাসনের নির্ধারিত ব্যক্তিবর্গ এবং কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মকর্তাগণ। উল্লেখ্য কারিতাস বাংলাদেশ বর্তমানে ৬টি লক্ষ্যকে সামনে রেখে তার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। যেখানে সমাজ কল্যাণ, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রতিবেশ এবং আদিবাসীদের উন্নয়ন অন্যতম। এ সমস্ত লক্ষ্য অর্জনে বিভিন্ন সমাজ ও কমিউনিটি উন্নয়ন সভা, সেমিনার, কারিগরি ও দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্ম-কর্মসংস্থানে সহায়তা, শিক্ষায় আর্থিক ও উপকরণ সহায়তা, ত্যাগ ও সেবা কাজে অভিযান কর্মসূচি, জৈব কৃষিতে সহায়তা, পানি ও পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি চর্চায় সহায়তা, বন্যা ও খরা মোকাবেলায় জনগণকে শক্তিশালীকরণ, আদিবাসীদের আর্থ-সামাজিক ও সাংগঠনিক উন্নয়ন ইত্যাদি কার্যক্রম চলমান রেখেছে।
সিরাজগঞ্জে বন্যার্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণে এমপি মোহাম্মদ নাসিম
Please follow and like us: