গত ২৫ জুলাই ২০১৯ খ্রিস্টাব্দে, কারিতাস রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে শিশু শিক্ষার ব্রত গ্রহণ করে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ। উক্ত প্রশিক্ষণে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশ কেন্দ্রিয় অফিসের মি. শিশির এঞ্জেলো রোজারিও, ম্যানেজার, কারিতাস শিক্ষা কর্মসূচি এবং সম্মানিত নির্বাহী সদস্য, বাংলাদেশ ক্যাথলিক এডুকেশন বোর্ড, ঢাকা। এছাড়া কো-ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন একই অফিসের মি. রবার্ট রকি কোড়াইয়া, কর্মসূচি কর্মকর্তা (শিক্ষা)। প্রশিক্ষণে যেসব বিষয়গুলি অগ্রাধিকার দিয়ে সহভাগিতা করা হয় তা হলো, শিশু অধিকার ও বাংলাদেশ প্রেক্ষাপট, শিশু সুরক্ষার প্রস্তুতিমূলক কার্যক্রম, নির্যাতন হতে শিশু সুরক্ষার পর্যায়, শিশু সুরক্ষায় বিদ্যালয়/বোর্ডিং-এর সক্ষমতা বৃদ্ধিতে করণীয়, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরিবর্তে শ্রেণিকক্ষে শিশুদের সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে শিক্ষাদানের পথসমূহ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু সুরক্ষা প্রতিষ্ঠা করতে উন্মুক্ত আলোচনা ইত্যাদি। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার পল গমেজ, রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারি এবং সভাপতিত্ব করেন সুক্লেশ জর্জ কস্তা, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক। এছাড়াও উপস্থিত ছিলেন মি. দীপক এক্কা, কর্মসূচি কর্মকর্তা (দুর্যোগ ব্যবস্থাপনা), কারিতাস রাজশাহী অঞ্চল। প্রশিক্ষণে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মি. অসীম ক্রুশ, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা, কারিতাস- ফরমেশন অব ইয়ূথ এন্ড টিচার্স প্রোগ্রাম, রাজশাহী অঞ্চল।
এই প্রশিক্ষণে রাজশাহী ধর্মপ্রদেশের চার্চ পরিচালিত স্কুলের শিক্ষক ও বোর্ডিং ইন্চার্জসহ মোট ২৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীরা শিশু সুরক্ষার যাবতীয় দিক বিবেচনা করে শিশুদের শিক্ষাক্ষেত্রে, বোর্ডিংয়ে এমন কি পরিবারে সুরক্ষার পদক্ষেপ গ্রহণ করবেন মর্মে মতামত ব্যক্ত করেন।

Please follow and like us: