গত ২৮ জুলাই ২০১৯ খ্রী. “যীশুতে শিশুর আনন্দ” এই মূলসুরের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হলো দক্ষিণ ভিকারিয়ার শিশু সমাবেশ ও প্রতিযোগিতা। উক্ত সমাবেশে দক্ষিণ ভিকারিয়ার মোট ৭ টি ধমপল্লী থেকে মোট ৩৭৬ জন শিশু ও এনিমেটর, ৭ ফাদার ও ১০ জন সিস্টার, ২ জন সেমিনারীয়ান ও কয়েকজন অভিভাবক অংশগ্রহণ করেন। দিনের শুরুতে শিশুদের উদ্দেশ্যে পবিত্র খ্রীষ্টযাগে বাণী সহভাগিতায় শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস কস্তা বলেন- আমরা যেন যীশুকে সবসময় অামাদের সামনে রাখি ও যীশুর ভালোবাসায় বেড়ে উঠি। অামরা যেন যীশুকে ভালবাসি। পবিত্র খ্রীষ্টযাগের পর পরই শিশুদের নিয়ে অানন্দ শোভাযাত্রা করা হয়। অানন্দ শোভাযাত্রা শেষে শিশুদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়। অতঃপর মধ্যাহ্ন ভোজের শেষে পুরস্কার বিতরণী ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কার্যক্রমের সমাপ্তি হয়।

Please follow and like us: