গত ৬-৭ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দে, কারিতাস ফরমেশন অব ইয়ূথ এন্ড টিচার্স প্রোগ্রাম এবং ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের আয়োজনে রাজশাহী ধর্মপ্রদেশের পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় শিক্ষক সেমিনার ২০১৯ খ্রিস্টাব্দ। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি, রাজশাহী ধর্মপ্রদেশ ও প্রেসিডেন্ট, কারিতাস বাংলাদেশ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার পল গমেজ, ভিকার জেনারেল, রাজশাহী ধর্মপ্রদেশ ও সেক্রেটারি, রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন এবং ফাদার ইম্মানুয়েল কাকন রোজারিও, পরিচালক এডমিন এবং উপদেষ্টা শিক্ষা কমিশন, রাজশাহী ধর্মপ্রদেশ। সেমিনারে সভাপতিত্ব ও মূল সহায়কের দায়িত্ব পালন করেন মি. সুক্লেশ জর্জ কস্তা, আঞ্চলিক পরিচালক (ডেজিগনেট), কারিতাস রাজশাহী অঞ্চল। এছাড়াও সহায়ক হিসেবে সহভাগিতা করেন ফাদার পল গমেজ, ব্রাদার প্লাসিড পিটার রিবেরু, মি. দীপক এক্কা, কর্মসূচি কর্মকর্তা (ডিএম), কারিতাস রাজশাহী অঞ্চল এবং মি. অসীম ক্রুশ, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা, কারিতাস এফওয়াইটিপি প্রকল্প, রাজশাহী অঞ্চল।
সেমিনারে উল্লেখযোগ্য বিষয়সমূহ ছিল, ধর্মপ্রদেশীয় শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক উপস্থাপনা, পর্যালোচনা ও করণীয় নির্ধারণ এবং শিশু সুরক্ষা বিষয়ক ধারণা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন দিক নিদের্শনা। সেমিনার উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের চার্চ পরিচালিত ২৬টি শিক্ষা প্রতিষ্ঠান হতে সভাপতি, সদস্য সচিব ও এসএমসি/গভার্ণিং বডির শিক্ষক প্রতিনিধিসহ ৮০ জন অংশগ্রহণকারী। সেমিনারে আগত শিক্ষকগণ এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় বিশপ মহোদয় ও কারিতাসকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপস্থাপিত শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন নীতিমালা ও গাইডলাইন দ্রুত বাস্তবায়নের তাগিদ অনুভব করে বলেন সুন্দর একটি ব্যবস্থাপনা পেতে যাচ্ছে ধর্মপ্রদেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি।
সুন্দর একটি ব্যবস্থাপনা পেতে যাচ্ছে রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা প্রতিষ্ঠান
Please follow and like us: