গত ১৩ থেকে ১৫ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ব্রতধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো সিস্টারদের জন্য এক বিশেষ সেমিনার। এই সেমিনারের মূলসুর ছিলো প্রৈরিতিক সেবায় বাণী প্রচার। রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে ২৯ জন ব্রতধারীনি সিস্টার এতে অংশগ্রহণ করেন। মূলসুরের উপর উপস্থাপনা রাখেন ব্রাদার সুবল রোজারিও, সিএসসি ও মাদার তেরেজা সম্প্রদায়ের সিস্টারগণ। ব্রাদার সুবল রোজারিও, সিএসসি তিনি তাঁর সহভাগিতায় বলেন, আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখি আর স্বপ্ন দেখতেও ভালবাসি। তবে এই স্বপ্নটাই হচ্ছে আমাদের জীবনের একটি আহ্বান। তিনি বলেন, আমরা যে স্বপ্ন দেখি তা মানুষকে জানাতে হবে। আমাদের কাজ হচ্ছে মানুষকে জ্ঞান দেওয়া এবং মানুষকে শিক্ষার মাধ্যমে মানুষ হিসেবে গড়ে তোলা কারণ এই শিক্ষার মাধ্যমেই মানুষ জ্ঞানবান হবে, পরোপকারী হবে, সৎ পথে চলবে। আর আমরা শিক্ষকরা বাণী প্রচার করে থাকি এই ভাবে, আমরা সবসময় পেশার প্রতি অনুরাগী, বিষয়ের প্রতি অনুরাগী, ছাত্র-ছাত্রীদের প্রতি অনুরাগী থাকি যা শিক্ষা বিস্তারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে মাদার তেরেজা সম্প্রদায়ের সিস্টারগণ তাঁরা তাদের সহভাগিতায় বলেন, আমরা ভালোবাসা দিয়ে, কর্মদিয়ে এবং নিরবতা দিয়ে আমাদের সেবা দিয়ে যাচ্ছি। এছাড়াও এই সেমিনারে আরো ছিলো পবিত্র আরাধনা, স্বাগত বক্তব্য, পবিত্র খ্রিস্টযাগ, উপস্থাপনার উপর ভিত্তি করে দলীয় আলোচনাসহ প্রতিবেদন প্রস্তুত, মূল্যায়ণ, সিস্টারদের নিয়ে নবাই বটতলা রক্ষাকারিনী মা মারীয়ার তীর্থ স্থান ভ্রমন, আন্ধারকোঠা ধর্মপল্লী পরিদর্শন, পদ্মার পারে আনন্দ উপভোগ এবং একসাথে চিত্তবিনোদন করার মধ্যদিয়ে এই সেমিনারের সমাপ্ত ঘোষণা করা হয়।

Please follow and like us: