গত ১৯ থেকে ২৩ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দে, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশীয় কাটেখ্রিস্টদের বাষিক নির্জনধ্যান। এই বাষিক নির্জনধ্যানের মূলসুর ছিলো খ্রিস্টবিশ্বাস ও পারিবারিক আধ্যাত্নিক জীবন: বর্তমান বাস্তবতা ও চ্যালেঞ্জ। এই নির্জনধ্যান পরিচালনা করেন মুশরইল সাধু পিতরের ধর্মপল্লী ও সেমিনারীর পরিচালক ফাদার প্রদীপ জে. কস্তা। তিনি তার সহভাগিতায় বলেন, আমাদের জীবনে ঈশ্বরের প্রকাশ কি? পরিবারের প্রকাশ কি? খ্রিস্টবিশ্বাস কি? পারিবারিক আধ্যাত্নিক জীবন, পরিবারের উদ্দেশ্য এবং বর্তমান বাস্তবতায় পরিবারের চ্যালেঞ্জ গুলো কি এবং তা কি ভাবে আমরা মোকাবেলা করতে পারি। এই বাষিক নির্জনধ্যানের মধ্যে ছিলো ব্যক্তিগত প্রার্থনা, পবিত্র আরাধনা, পাপস্বীকার ও পবিত্র খ্রিস্টযাগ। এই নির্জনধ্যানের মাধ্যমে কাটেখ্রিস্টগণ তাদের নিজেদেরকে আবিষ্কার করার সুযোগ পেয়েছে এবং প্রত্যেকেই উপল্লব্দি করেছেন যে, কি ভাবে আমরা যীশুর সাথে একাকী সময় কাটানোর মাধ্যমে প্রভুর নিকট নিজেদেরকে নিবেদন করতে পারি। এতে ধর্মপ্রদেশীয় কাটেখ্রিস্টদের অংশগ্রহনকারীর সংখ্যা ছিলো ৩৩ জন।
ধর্মপ্রদেশীয় কাটেখ্রিস্টদের বার্ষিক নির্জনধ্যান
Please follow and like us: