গত ২৩ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে, কারিতাস রাজশাহী অঞ্চলের লাইফ প্রকল্পের উদ্যোগে টালীপাড়া শিশু বান্ধব নিলয়ে কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো বাৎসরিক সমাবেশ। উক্ত সমাবেশে মিস্ লুচিয়া মার্ডী, কর্মসূচি কর্মকর্তা (স্বাস্থ্য), কারিতাস রাজশাহী অঞ্চল এবং মো: শামসুল হক, টেকনিক্যাল অফিসার, ট্রেড স্কুল প্রকল্প, কারিতাস রাজশাহী অঞ্চল সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে সারাদিন ব্যাপি কর্মসূচিতে ছিলো আলোচনা, দলীয় আলোচনা ও প্রতিবেদন উপস্থাপনের মধ্য দিয়ে সমস্যা ও করনীয় নির্ধারন করা। মো: শামসুল হক বলেন, আমরা কি ভাবে শিশুদেরকে বিভিন্ন কোম্পানী ও সেবাদানকারী প্রতিষ্ঠানে সেবা দিতে পারি সেই বিষয়ে সহভাগিতা করেন। তিনি আরো বলেন বাংলাদেশে ২৬ লাখ এর অধিক লোক বেকার অবস্থায় রয়েছে। কিন্তু লেখাপড়া না জেনেও শুধুমাত্র সাক্ষরজ্ঞান সম্পন্ন ব্যক্তি কারিগরি কাজ শেখার মাধ্যমে অনেক বেশি আয় করছে। তাই তিনি উপস্থিত সকলকে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেদেরকে দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন এবং তিনি বলেন সময়কে কাজে লাগাতে হবে এবং এখনই সময় প্রতিটি মূহুর্তকে কাজে লাগিয়ে নিজেকে দক্ষ ব্যক্তি-তে রূপান্তরিত করার। এছাড়াও শিশু সুরক্ষা সম্পর্কে ধারনা প্রদান করেন মিস্ লুচিয়া মার্ডী। এই বাৎসরিক সমাবেশে ৮ জন ছেলে ও ২৫ জন মেয়ে সহ মোট ৩৩ জন উপস্থিত ছিলো।
কারিতাস রাজশাহীতে অনুষ্ঠিত হলো কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত শিশুদের বাৎসরিক সমাবেশ
Please follow and like us: