গত ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে, কারিতাস রাজশাহী অঞ্চলের ফাদার চেস্কাতো সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো উচ্চতর সেচ্ছাসেবক ব্যবস্থাপনা প্রশিক্ষণ। তিনব্যাপী প্রশিক্ষণে মূল সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন মি. জন স্বপন গমেজ, সিনিয়র প্রোগ্রাম অফিসার, দুর্যোগ ব্যবস্থাপনা কারিতাস বাংলাদেশ কেন্দ্রিয় অফিস, ঢাকা। এছাড়া অঞ্চল পর্যায় হতে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন মি. অসীম ক্রুশ, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা, ফরমেশন অব ইয়ূথ এন্ড টিচার্স প্রোগ্রাম এবং মো. ফরিদুল ইসলাম, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা, সামর্থ প্রকল্প কারিতাস রাজশাহী অঞ্চল। প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ৬টি ধর্মপল্লী হতে আগত ৩২ জন যুবক-যুবতী, যারা সকলেই কলেজ এবং বিশ^বিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত। উচ্চতর সেচ্ছাসেবক ব্যবস্থাপনা প্রশিক্ষণ পেয়ে তারা ব্যাপক সন্তোষ প্রকাশ করে বলেন, উক্ত প্রশিক্ষণের শিক্ষা আমাদের ধর্মপল্লী পর্যায়ে ও সমাজে নানাভাবে কাজে লাগাতে পারবো। কারিতাস এমন সুন্দর প্রশিক্ষণ আয়োজন করায় আমরা অনেক খুশি।
উল্লেখ্য প্রশিক্ষণের সমাপনি পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার পল গমেজ ভিকার জেনারেল, রাজশাহী ধর্মপ্রদেশ। তিনি সেচ্ছাসেবা কাজের বিভিন্ন চ্যালেঞ্জগুলি তাঁর বক্তব্যে তুলে ধরেন। মি. সুক্লেশ জর্জ কস্তা আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল সমাপনি বক্তব্যে বলেন, সেচ্ছাসেবা কাজ করতে হলে প্রথমত নিজের কাজ নিজেকে করতে হবে। তারপর সেচ্ছাসেবা কাজ করতে সফল হওয়া যাবে। এরপর তিনি সেচ্ছাসেবা কাজের গ্রুপ গঠনের ভবিষ্যত চিন্তা তুলে ধরে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।
কারিতাস রাজশাহীতে অনুষ্ঠিত হলো সেচ্ছাসেবা ব্যবস্থাপনা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ
Please follow and like us: