গত ১ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দে, ক্ষুদ্র পুষ্প সংঘের উদ্যোগে ও এ সংঘের উপদেষ্টা সি. মেবেল রোজারিও এস.সি-এর নেতৃত্বে জাঁকজমকপুর্ণভাবে বোর্ণী ধর্মপল্লীতে পালিত হলো ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজার পর্ব। বিকালে রোজারিমালা প্রার্থনা ও পাপস্বীকারের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। এরপর বিকাল পর্বীয় খ্রীষ্টযাগ উৎস্বর্গ করেন ফাদার যোহন মিন্টু রায়। খ্রীষ্টযাগের উপদেশে তিনি ক্ষুদ্র পুষ্প সাধ্বী তেরেজার জীবনী তুলে ধরে তাঁর ক্ষুদ্র পথ, ক্ষুদ্র প্রার্থনা ও সেবার আদর্শ পরিবারে ও ব্যাক্তি জীবনে অনুসরণের আহ্বান জানান। খ্রীষ্টযাগ শেষে ছিল খেলাধূলা ও পুরস্কার বিতরণী। এতে ২০ জন ক্ষুদ্র পুষ্প সংঘের সদস্যা, ২১ জন যুবক-যুবতী ও ৩ জন সিষ্টারসহ মোট ৪৪ অংশগ্রহণ করেন।
Please follow and like us: