গত ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর এবং ৩০ সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দে, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে, বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃ সংঘ এর আয়োজিত দুটি দলে বার্ষিক নির্জন ধ্যানের আয়োজন করা হয়। এই বছরের বার্ষিক নির্জন ধ্যানের মূলসুর ছিলো “বর্তমান প্রেক্ষাপটে সেবাদানকারী যাজকত্বের পালকীয় অঙ্গীকার’’ এর উপর ফাদার জর্জ প্রনোদাত, এসজে অত্যন্ত অর্থপূর্ণ ভাবে অনুধ্যান সহভাগিতা করেন এবং যাজকদের পালকীয় অঙ্গীকারগুলো বিষদভাবে স্মরণ করিয়ে দেন। “সেবার জন্য যাজকত্ব” এ বিষয়ে আলোকপাত করতে গিয়ে তিনি আমাদের যীশুর যাজকত্ব অনুস্মরণ করতে অনুপ্রাণিত করেন। যীশুর যাজকত্বে আরেকটু উচ্চ পর্যায়ে গিয়ে ঈশ^র ও মানুষের সেবার কথা স¥রণ করিয়ে দেন। তিনি বলেন যীশুর যাজকত্বে ছিলো ১। স্বচ্ছ প্রেরণ লক্ষ্য ২। পিতা ঈশ্বরের প্রতি বাধ্যতা ও ৩। মানুষের প্রশংসা না চাওয়া। আমাদের যাজকীয় জীবনের অঙ্গীকার যেন ঠিক তেমনি হয়ে উঠে। যাজকীয় জীবনের পূর্ণতা আসে পূর্ণাহূতিতে সেই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। মানুষের সেবায় নিজেকে রিক্ত করা বা পূর্ণভাবে নিজেকে বিলিয়ে দেওয়ার মাধ্যমেই পালকীয় অঙ্গীকারের পূর্ণতা পায়। নিজেকে শূন্য করার মধ্যদিয়ে পূর্নতা পাওয়াই হচ্ছে যীশুর কাছে আসা, যীশুর সাথে থাকা এবং যীশুর মত নিজেকে দান করা এবং যাজকীয় সেবা দানে বিশ্বস্থ থাকা। দুটি দলে বার্ষিক নির্জন ধ্যানে বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃ সংঘের বিশপ ও ফাদারসহ মোট ১৭০ জন উপস্থিত ছিলেন।

Please follow and like us: