গত ৬ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দে, দীর্ঘ তিন মাস ব্যাপি আধ্যাত্নিক প্রস্তুতির পর গত রবিবারে বনপাড়া ধর্মপল্লীতে প্রদান করা হলো পবিত্র খ্রিস্টপ্রসাদ সংস্কার। পবিত্র খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণকরার মধ্যদিয়ে আমরা যারা খ্রিস্টবিশ্বাসী আমরা প্রত্যেকেই যীশুকে আমাদের অন্তরে গ্রহণ করি। এইদিনে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন বনপাড়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার বিকাশ এইচ. রিবেরু এবং তার সাথে ছিলেন আরো সাত জন পুরোহিত। খ্রিস্টযাগের উপদেশে ফাদার পল রোজারিও বলেন, মন্ডলীর পবিত্র সংস্কারগুলো গ্রহণকরার মধ্যদিয়ে আমার প্রত্যেকেই পবিত্র হয়ে উঠি আর খ্রিস্টপ্রসাদে যীশু নিজেকে দান করেন আমাদের আত্নার জীবন ও আহার হবার জন্য। খ্রিস্টপ্রসাদ বা কম্যুনিয়ন হলো আমাদের বিশ্বাসের ও আমাদের জীবনের কেন্দ্রবিন্দু। অন্যদিকে তিনি আরো বলেন, খ্রিস্টপ্রসাদ মন্ডলীর জীবনের হৃদপিন্ড। এর মধ্যে খ্রিস্ট তাঁর মন্ডলীর ও সকল সদস্যদের প্রশংসার বলি, কৃতজ্ঞার বলি, একবার চূড়ান্তভাবে পিতার নিকট ক্রুশের উপর বলিকৃত হয়েছেন। এই বলিদানে তিনি পরিত্রাণের কৃপাসকল তাঁর দেহে অর্থাৎ মন্ডলীতে সিঞ্চন করেন। বনপাড়া ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ৭২ জন ছেলে-মেয়ে প্রথমবারের মতো পবিত্র খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণ করে।
বনপাড়া ধর্মপল্লীতে প্রদান করা হলো পবিত্র খ্রিস্টপ্রসাদ সংস্কার
Please follow and like us: