গত ১৩ অক্টোবর ২০১৯ খ্রিষ্টাব্দ, বোর্ণী ধর্মপল্লীতে শিশুদের প্রথম পাপস্বীকার ও পবিত্র ক্যমনিয়ন প্রদান করা হয়। আর এই দিনটি ছিল বোর্ণী ধর্মপল্লীর জন্য মহা আনন্দের ও ঐশ আশীর্বাদ লাভের দিন! ব্যাপক আধ্যাত্মিক ও ধর্মীয় শিক্ষাদানের মধ্য দিয়ে শিশুদের প্রস্তুত করা হয়। পবিত্র খ্রীষ্টযাগ ও শিশুদের প্রথমবারের মতন পবিত্র খ্রীষ্টপ্রসাদ প্রদান করেন বোর্ণী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুব্রত পিউরীফিকেশন, সহার্পিত খ্রীষ্টযাগে আরো উপস্থিত ছিলেন সহকারী ফাদার শ্যামল জেমস্ গমেজ, ফাদার যোহন মিন্টু রায় সহ ফাদার পল ডি রোজারিও (জয়গুরু) ফাদার সুব্রত কস্তা! পবিত্র খ্রীষ্টযাগের পর শিশুদের প্রথম ক্যমনিয়নের স্মৃতিচিহ্ন হিসেবে সার্টিফিকেট এবং টিফিন প্রদান করা হয়! প্রথমবারের মত যীশুর দেহ-রক্ত গ্রহণে শিশুদের মধ্যে অনাবিল আনন্দ এবং তৃপ্তি বিরাজ করে! মোট ৫৫ জন শিশু প্রথম পাপস্বীকার এবং পবিত্র খ্রীষ্টপ্রসাদ গ্রহণ করে!
বোর্ণী ধর্মপল্লীতে শিশুদের প্রথম পাপস্বীকার ও পবিত্র কম্যুনিয়ন প্রদান
Please follow and like us: