গত ১৬ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দে, কারিতাস রাজশাহী অঞ্চলের পবা, গোদাগাড়ী, পুঠিয়া ও নাটোর সদর উপজেলার ১০টি শিশু শিক্ষাকেন্দ্রের ১১জন শিক্ষকদের উপস্থিতিতে পবা উপজেলার কাশিয়াডাঙ্গা ইউনিটে অনুষ্ঠিত হলো শিশু শিক্ষা প্রকল্পের শিক্ষক সমন্বয় সভা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস বাংলাদেশের জিবি ও ইবি বোর্ডের সম্মানিত সদস্য এবং রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার পল গমেজ; আন্ধারকোঠা ধর্মপল্লীর সহকারি পাল পুরোহিত ফাদার রিংকু সিজার কস্তা; কারিতাস রাজশাহী অঞ্চলের জেপিও (এফওয়াইটিপি), মি. অসীম ক্রুশ; পবা উপজেলার মাঠ কর্মকর্তা (সিএমএফপি), মো. আনোয়ারুল ইসলাম এবং গোদাগাড়ী উপজেলার মাঠ কর্মকর্তা (সিএমএফপি), মিস্ ভেরুনিকা বিশ^াস। শিক্ষকগণ তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সভাটি খুবই ভাল হয়েছে যা আমাদের পরবর্তী সময়ের দিকনির্দেশনা প্রস্তুতে সহায়ক হবে।
কারিতাস রাজশাহীতে অনুষ্ঠিত হলো শিশু শিক্ষা প্রকল্পের শিক্ষক সমন্বয় সভা
Please follow and like us: