চলতি অক্টোবর মাসের ছয় তারিখে ভাটিকান সিটিতে শুরু হয়েছে আমাজন আঞ্চলিক বিশপদের সম্মেলন। পোপ ফ্রান্সিস ভাটিকানে পবিত্র খ্রিস্টযাগ অর্পণের মধ্যদিয়ে এই সম্মেলনের উদ্বোধণ করেন। এই আমাজন আঞ্চলিক বিশপ সম্মেলন অক্টোবর মাসের ২৭ তারিখ পর্যন্ত ভাটিকানে অনুষ্ঠিত হবে। ক্যাথলিক বিশপ সিনোদে যোগ দিয়েছেন আমাজন অঞ্চলের নয়টি দেশের বিশপগণ। দেশগুলো হলো:- ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, ফরাসি, গায়ানা, পেরু, ভেনিজুয়েলা এবং সুরিনাম। পোপ ফ্রান্সিস ২০১৭ খ্রিস্টাব্দের ১৫ অক্টোবর ভাটিকান থেকে এক ঘোষণায়, আমাজন অঞ্চলে ঈশ্বরভক্তদের মধ্যে প্রৈরিতিক কাজের নতুন পদ্ধতি নিরূপণের বিষয়টি উল্লেখ করে একটা সম্মেলনের বার্তা দিয়েছিলেন।
বিশ্বের দুর্গম এই আমাজন বনভূমিতে প্রৈরিতিক কাজ করা সবচেয়ে কঠিন কাজ। যার কারণসমূহ হলো- বিচ্ছিন্ন হয়ে থাকা জনগোষ্ঠি, আদিবাসীদের বৈচিত্র ভাষা এবং ব্যবসায়ী ও ভূমিদস্যু, শিল্পপতিদের কাছ থেকে হুমকি ও বাঁধা। উল্লেখিত ল্যাটিন আমেরিকার নয়টি ক্যাথলিক খ্রিস্টান প্রধান দেশ আমাজন অঞ্চলীয় দেশের মোট ৫৫ লাখ এলাকাজুড়ে এই রেইন ফরেস্ট। মোট ৪০০টি বিভিন্ন গোত্র নিয়ে জনসংখ্যা ২৮ লক্ষ এবং তাদের মধ্যে ২৪০টি ভাষা রয়েছে।
পোপ ফ্রান্সিস ২০১৫ খ্রিস্টাব্দে তাঁর এক পালকীয় পত্রে আমাজন অঞ্চলের গরিব জনগোষ্ঠি এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষার আবেদন জানিয়েছিলেন। পেরুভিয়ান ক্যাথলিক বিশপ সম্মেলনীর প্রধান আর্চবিশপ সালভাদোর পিনেরু গার্সিয়া কালদেরন, এক বিবৃতিতে বলেছেন, পোপ ফ্রান্সিস ২০১৭ খ্রিস্টাব্দের মে মাসে আমাজন নিয়ে একটি বিশপ সিনোদ আয়োজনের কথা আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেছিলেন। পোপ ২০১৮ খ্রিস্টাব্দের ১৯ জানুয়ারি পেরু সফরের সময় আমাজন রেইন ফরেস্টের ৪০০জন স্বদেশির সাথে সাক্ষাৎ করেছিলেন। সেই সাক্ষাতের সময় পোপ আমাজনবাসীদের নিরাপত্তার জন্য সবকিছু করার আশ্বাস দিয়ে পেরুর জনগণকে বলেছিলেন, আমাজনবাসীদের দেখা উচিৎ সহযোগী হিসেবে, সংখ্যালঘু হিসেবে নয়। গত আগস্ট মাসের ৯ তারিখে আমাজন সিনোদ নিয়ে পোপ ফ্রান্সিস বলেন যে, এই ধর্মসভা হবে আমাজনবাসীদের রাষ্ট্র থেকে বিচ্ছিন্নকরণ এবং জনসমাজ থেকে বিচ্ছিন্নকরণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। তিনি বলেন, প্রতিটি জাতিগোষ্ঠির আলাদা পরিচয় থাকতে পারে তারপরেও সবাই মিলে একটা মানবসমাজ। অন্যদিকে আমাজনের জনগোষ্টি মনে করেন, চার্চ ছাড়া অন্য কেউ তাদের সাহায্যে এগিয়ে আসবে না এবং চার্চ ছাড়া তাদের মুক্তির কোনো উপায় নাই।
আমাজন বিশপ সিনোদের মূল প্রতিপাদ্য হলো, “অখন্ড প্রাণী-পরিবেশর জন্য চার্চের নতুন স্মরণী।” গত বছর জুন মাসে আমাজন বিশপ সিনোদের জন্য একটা পূর্ব প্রস্তুতিমূলক দলিল ঘোষণা করা হয়। সিনোদ প্রস্তুতিপূর্ব ঘোষণপত্রে যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে তা হলো- চার্চে নারীদের ভূমিকা, আদিবাসীদের ঐতিহ্য ও অধিকার রক্ষা, পরিবশে রক্ষা এবং খ্রিস্টযাগে যোগদানে উৎসাহিতকরণ। ভাটিকান সিটিতে অনুষ্ঠিত এই আমাজন বিশপ সিনোদ চলতি মাসের ২৭ তারিখে আমাজন ঘোষণার মধ্যদিয়ে শেষ হবে।
ফাদার সুনীল রোজারিও

Please follow and like us: