গত ২১ থেকে ২২ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দে, রহনপুর সাধু যোসেফের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ১৪তম উরাঁও সম্মেলন। “জাতিগোষ্ঠীর ইতিহাস, ভাষা, শিক্ষা, কৃষ্টি-সংস্কৃতি ও সামাজিক অবস্থা রক্ষায় আমাদের করণীয়” এই মূলসুরকে কেন্দ্রে করে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ জেলা। মি. বাবুলাল টপ্য, উরাওঁ সমাজনেতা, নাচোল, চাঁপাইনবাবঞ্জ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সহায়ক হিসেবে সহায়তা প্রদান করেন মি. লুকাশ কিসপট্টা, বিশিষ্ট গবেষক, উরাঁও গবেষণা, দিনাজপুর, ফাদার কেরুবিম বাক্লা, দিনাজপুর ধর্মপ্রদেশ, মি. ধারো পল তিগ্যা, চাঁদপুকুর ধর্মপল্লী, পত্নীতলা, নওগাঁ এবং মি. দীপক এক্কা। ফাদার বাবলু কর্ণেলিয়াস কোড়াইয়া’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই উরাঁও সম্মেলনে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১৫০ জন। সম্মেলনে অংশগ্রহণকারীগণ স্ব স্ব কৃষ্টি-সংস্কৃতি, ভাষা চর্চা, অনুশীলন ও রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
রহনপুর সাধু যোসেফের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ১৪তম উরাঁও সম্মেলন
Please follow and like us: