গত ২৬ থেকে ২৭ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশের পিএমএস এর আয়োজনে রহনপুর সাধু যোসেফের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো শিশু সমাবেশ ও শিশুমঙ্গল দিবস। ‘যীশুতে শিশুর আনন্দ’ এই মূলসুরের উপর ভিত্তি করে উত্তর ভিকাররিয়ার ৬টি ধর্মপল্লী থেকে মোট ১৯৮ জন শিশু ও শিশু এ্যানিমেটদের নিয়ে এই অনুষ্টানের আয়োজন করা হয়। পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করার মধ্যদিয়ে এই শিশু সমাবেশ ও শিশুমঙ্গল দিবসটি পালন করা হয়। পবিত্র খ্রীষ্টযাগে শ্রদ্ধেয় ফাদার উইলিয়া মমুরমু বলেন, মাতা মণ্ডলীর বিশেষ এই প্রেরণ মাসে শিশুরা তাদের প্রতিদিনকার প্রার্থনার মধ্য দিয়ে মণ্ডলীর প্রেরণ কর্মী হয়ে উঠতে পারে এবং মণ্ডলীর প্রেরণ কাজে অংশগ্রহণ করতে পারে। অতঃপর দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিলো বাইবেল ভিত্তিক নাটিকা, শিশুদের জন্য বিভিন্ন বিষয়ে চিত্রাঙ্কন, যীশুর ছবি রং করা, প্রার্থনা ও ধর্মীয় গানের ও নাচের প্রতিযোগিতা। পরিশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে শিশু সমাবেশ ও শিশুমঙ্গল দিবসের কার্যক্রম শেষ করা হয়।

Please follow and like us: