গত ১৫ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে, বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ডিকন সাগর কোড়াইয়া’র যাজকীয় অভিষেক অনুষ্ঠান। এই অভিষেক অনুষ্ঠানকে ঘিরে গত ১৪ নভেম্বর ধর্মপল্লীতে ডিকনের সার্বিক কল্যাণে পবিত্র সাক্রামেন্তীয় আরাধনা ও মঙ্গলানুষ্ঠান করা হয়। পরের দিন ১৫ নভেম্বর সকাল ৯:৩০ মিনিটে নৃত্যযোগে শোভাযাত্রা সহকারে যাজকীয় অভিষেক খ্রিস্টযাগ শুরু হয়। এতে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপসহ ৪২ জন যাজক, ৩ জন ডিকন, ব্রাদার ও উল্লেখযোগ্য ব্রতধারিণী অংশগ্রহণ করেন। বিশপ জের্ভাস রোজারিও খ্রিস্টযাগের উপদেশ বলেন, যাজকীয় অভিষেক ও দায়িত্ব গ্রহণ হচ্ছে ঈশ্বরের একটি মহান আশীর্বাদ। তিনি বিশেষভাবে কৌমার্য, বাধ্যতা ও দরিদ্রতা- এই তিনটি ব্রতের উপর গুরুত্ব দেন এবং সকলকে আহ্বান করেন যাজকদের জন্য প্রার্থনা করতে। তিনি আরও বলেন, ‘যাজক একজন মানুষ; তার দূর্বলতা থাকবেই কিন্তু ভক্তজনগণ হিসাবে আপনাদের দায়িত্ব হচ্ছে যাজকের জন্য প্রতিনিয়ত প্রার্থনা করা।’ যাজকীয় অভিষেক খ্রিস্টযাগের পরপরই নব অভিষিক্ত যাজককে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনায় নব অভিষিক্ত যাজক সাগর কোড়াইয়া বলেন, ‘যাজক হয়ে উঠা- এটা আমার নিজের প্রচেষ্টায় নয় বরং ঈশ্বরের অনুগ্রহ ও খ্রিস্টভক্তবিশ্বাসীদের প্রার্থনায় হতে পেরেছি। তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।’ এই যাজকীয় অভিষেক অনুষ্ঠানে প্রায় দুই হাজার খ্রিস্টভক্ত উপস্থিত ছিল।
বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যাজকীয় অভিষেক অনুষ্ঠান
Please follow and like us: