গত ১৭ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে, বনপাড়া ধর্মপল্লীতে দক্ষিণ ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ৮৫ জন এ্যানিমেটরদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশ্ব প্রেরণ রবিবার। ‘যীশুর প্রেরণ কাজে আমরা’ এই মূলসুরের উপর ভিত্তি করে পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল জের্ভাস রোজারিও পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন আর এই পবিত্র খ্রীষ্টযাগে ৫ জন যাজক, ১ জন ডিকন, ৭ জন সিস্টার ও ধর্মপল্লীর খ্রীষ্টভক্তগণ উপস্থিত ছিলো। পবিত্র খ্রীষ্টযাগে বিশপ তাঁর বাণী সহভাগিতায় এ্যানিমেটরদের উদ্দেশে বলেন, মণ্ডলীতে আপনাদের এত সুন্দর কাজের জন্য আমি ধন্যবাদ জানাই। এছাড়া ভবিষ্যত প্রজন্মকে মাণ্ডলীক সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে আমি আপনাদের আহ্বান জানাই। পবিত্র খ্রীষ্টযাগের শেষে এ্যানিমেটরদের নিয়ে আনন্দ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা শেষে মূলসুুরের উপর বাস্তব ভিত্তিক সহভাগিতা করেন শ্রদ্ধেয় ফাদার প্রবাস রোজারিও। এরপর প্রতিটি ধর্মপল্লী থেকে ধর্মপল্লীর শিশুমঙ্গল কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন তুলে ধরা হয়। অতঃপর বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়।

Please follow and like us: