গত ১৮ থেকে ২০ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশীয় কাটেখ্রিস্টদের আগমনকালীন নির্জন ধ্যান। এই আগমনকালীন নির্জন ধ্যানের মূলসুর ছিলো
“দীক্ষিত ও প্রেরিত: প্রেরণ কাজে আমরা”। এই নির্জন ধ্যান পরিচালনা করেন ফাদার বেলেসারিও, পিমে। তিনি তাঁর সহভাগিতায় বলেন, আমরা প্রত্যেকেই দীক্ষিত ও প্রেরিত কারণ দীক্ষার মধ্যদিয়ে আমরা সকলেই ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার লাভ করেছি। তবে তিনি সকলের কাছে প্রশ্ন রাখেন, একজন কাটেখ্রিস্ট হিসেবে প্রেরণ কাজে ধর্মপ্রদেশে আমার কী অবদান রয়েছে তা যেন আমরা একটু মূলায়ণ করি? এই আগমনকালীন নির্জন ধ্যানের মধ্যে ছিলো প্রার্থনা, পবিত্র আরাধনা, পাপস্বীকার ও পবিত্র খ্রিস্টযাগ। এই নির্জনধ্যানের মাধ্যমে কাটেখ্রিস্টগণ তাদের নিজেদেরকে আবিষ্কার করেছে এবং আত্ন-মূলায়ণ করার সুযোগ পেয়েছে এবং তাঁরা প্রত্যেকেই উপল্লব্দি করেছেন যে, প্রেরণ কাজ করার মধ্যদিয়ে একজন কাটেখ্রিস্ট হিসেবে ধর্মপ্রদেশে কী কী অবদান রাখছে।

Please follow and like us: