গত ৩ থেকে ৫ নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে, ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ব্রতধারীনিদের জন্য কমিশনের উদ্যোগে “এসো নিজস্ব কৃষ্টিতে যীশুর ডাক শুনি ও যীশুর কথা বলি” এই মূলসুরের উপর ভিত্তি করে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো আহ্বান বিষয়ক সেমিনার। পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয় আর এই খ্রিস্টযাগ উৎসর্গ করেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। বিশপ মহোদয় তাঁর উপদেশে বলেন, ঈশ^র আমাদের অনাথ, অসুস্থ, অভাবী, দুঃখী, মানুষের পাশে থাকার জন্য আহ্বান করেন। অন্যের প্রয়োজনে সাড়াদানের মাধ্যমে আমরা যিশুর ডাক শুনতে পারি। মূলসুরের উপর সহভাগিতা করতে গিয়ে সিস্টার অনুপমা, সিআইসি বলেন,“পরিবারের প্রার্থনা, গির্জায় অংশগ্রহণ, পারষ্পরিক আদান-প্রদান, সুন্দর জীবনাচরণের মধ্যদিয়ে, আমরা যিশুর আহ্বান বুঝতে পারি । উক্ত কমিশনের আহ্বায়ক ফাদার মাইকেল কোড়াইয়া বলেন, ঈশ^র যদি আমাকে ডেকেই থাকেন তা হলে সেই ডাক আমাকে শুনতেই হবে। এই আহ্বান বিষয়ক সেমিনারের অনুষ্ঠান সূচীতে ছিল পবিত্র আরাধনা, পবিত্র খ্রিস্টযাগ, বিভিন্ন সিস্টার সংঘের পক্ষ থেকে একজন করে সহভাগিতা, দলীয় আলোচনা, প্রতিবেদন পাঠ ও ধর্মীয় ছবি প্রর্দশনি । সেমিনারে উপস্থিত ছিলেন ফাদার মাইকেল কোড়াইয়া, ফাদার নিখিল গমেজ পরিচালক খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্র, উক্ত কমিশনের সেক্রেটারি ফাদার স্বপন পিউরীফিকেশন ও কমিশন সদস্য-সদস্যাগণ। সেমিনারের মোট ৫৩ জন অংশগ্রহণকারী ছিলো।

Please follow and like us: