গত ৬ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে, দীর্ঘ নয় দিনের নভেনা প্রার্থনার পর অতি জাঁকজমক সহকারে ফৈলজানা ধর্মপল্লীর প্রতি পালক সাধু ফ্রান্সিস জেভিয়ারের পর্ব পালন করা হয়। পবিএ খ্রিস্টযাগের শুরুতেই গীর্জার বাইরে থেকে সাধু ফ্রান্সিস জেভিয়ারের প্রতিকৃতি বহন করে গীর্জায় স্থাপন করা হয়। অত:পর রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, প্রতিকৃতিতে মাল্যদান ও ধূপারতি দিয়ে খ্রিস্টযাগ শুরু করেন। খ্রিস্টযাগের উপদেশে বিশপ মহোদয় বলেন, “সাধু ফ্রান্সিস জেভিয়ার অসামান্য ত্যাগস্বীকার করে এবং খ্রীষ্টের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে উপমহাদেশে এমন কি জাপানে ও চীনের উপকূল পর্যন্ত বাণী প্রচার করেছেন; এমন কি বাণী প্রচার করতে করতে তিনি নিজেকে নিঃশেষ করেছেন। এর ফলেই বহু মানুষ খ্রীষ্টের বাণী শুনেছে এবং খ্রীষ্ট বিশ^াস গ্রহণ করেছে। আমাদেরকে ও এমন ভূমিকা পালন করতে হবে; বিশেষ করে আমাদের ছেলে-মেয়েদেরকে খ্রীষ্টের সেবা কর্মী হতে উৎসাহ দিতে হবে এবং সুন্দর জীবন যাপনের মাধ্যমে খ্রীষ্টের সাক্ষ্য বহন করতে হবে।” খ্রীষ্টযাগের শেষে পাল-পুরোহিত ফা. এ্যাপোলো রোজারিও, সিএসসি সকলের সহাযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সাধু ফ্রান্সিস জেভিয়ারের পর্ব পালন
Please follow and like us: