গত ১১ ডিসেম্বর ২০১৯ খ্রীষ্টাব্দে, ফৈলজানা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপল্লী পর্যায়ে পালকীয় সম্মেলন ও আগমনকালীন প্রস্তুতিমূলক সভা। উদ্বোধনী প্রার্থনা মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। অতঃপর সভার প্রধান বক্তা ফাদার দিলীপ এস. কস্তা এ বছরের পালকীয় সম্মেলনের মূলভাব ‘সৃষ্টি ও কৃষ্টির মধ্য দিয়ে মঙ্গলবাণী প্রচার’ বিষয়ে সহভাগিতা করেন। তিনি বলেন, “আমাদের সংস্কৃতিতে অনেক সুন্দর সুন্দর বিষয় আছে, যেগুলোর মাধ্যমে আমরা মঙ্গলবাণী প্রচারে ব্যবহার করতে পারি। উদাহারনস্বরূপ পালাগান, কীর্তণ, কষ্টের গান, যাত্রাপালা প্রভৃতির মাধ্যমে আমরা প্রভু যীশুর মঙ্গলবাণীকে খুব সহজেই অন্যদের কাছে তুলে ধরতে পারি। কিন্তু দুঃখের বিষয়, আমরা দিন দিন এগুলো হারিয়ে ফেলছি। তাই আমাদেরকে এই বিষয়গুলিতে আরও বেশি যত্নবান হতে হবে।” পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি, আগামী এক বছরের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণের জন্য মতামত গ্রহণ করেন এবং আগমনকালীন অনুধ্যান রাখেন।
ধর্মপল্লী পর্যায়ে অনুষ্ঠিত হলো পালকীয় সম্মেলন ও আগমনকালীন সভা
Please follow and like us: