গত ১৩ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে, ক্যাথিড্রাল ধর্মপল্লীর অর্ন্তগত কলিমনগর সেন্টারকে কোয়াজি ধর্মপল্লী হিসাবে ঘোষণা দেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও। খ্রীষ্টযাগের শুরুতে তিনি বলেন, আজ আমাদের জন্য এক মহা আনন্দের দিন। আজ আমরা এখানে আনুষ্ঠানিকভাবে প্রথম খ্রীষ্টযাগ উৎসর্গ করে নব-নির্মিত এ ভবনটিকে প্রভুর উপাসনা মন্দিররূপে প্রতিষ্ঠা করতে সমবেত হয়েছি। আজকে আমরা ঈশ^রের কাছে প্রার্থনা করব তিনি যেন আমাদের সাহায্য করেন, আমাদের হৃদয় মন তাঁর বাণীর প্রতি অনুরক্ত রাখতে, যাতে আমরা প্রতিনিয়ত পবিত্র মনে তাঁর কাছে আমাদের প্রার্থনা, ভালবাসা, কৃতজ্ঞতা ও ধন্যবাদের যজ্ঞ নিবেদন করতে পারি। ধর্মপল্লীর গীর্জা ও ফাদার বাড়ী আর্শীবাদ অনুষ্ঠানে ভাটিকানস্থ বাংলাদেশের পোপের প্রতিনিধি আর্চবিশপ জর্জ কোচেরী খ্রীষ্টযাগের উপদেশে বলেন, সর্ব প্রথমে আমি পুণ্যপিতা পোপ মহোদয়ের নামে আপনাদের সবাইকে খ্রীষ্টিয় প্রীতি ও শুভেচ্ছা জানাই। তিনি আরো বলেন, আমরা যেন সাধু যোসেফ, মারীয়া ও যীশুর ন্যায় পুণ্যময় পবিত্র পরিবার গড়ে তুলি। আর এ পবিবার গড়ে তোলার জন্য পরিবারে এক সঙ্গে প্রার্থনা করি ও পারস্পরিক ভালবাসার বন্ধনে থেকে গৃহ মণ্ডলী গড়ে তুলি। খ্রীষ্টযাগের শেষে বিশপ জের্ভাস রোজারিও কোয়াজি ধর্মপল্লীর পাল-পুরোহিত হিসেবে ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও’কে দায়িত্ব প্রদান করেন। এই উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠানে ধর্মপ্রদেশের ৪০ জন ফাদার, ২৫ জন সিস্টার এবং নবঘোষিত কোয়াজি ধর্মপল্লীর প্রায় ৫০০ জন খ্রীষ্টভক্ত উপস্থিতি ছিলো।

Please follow and like us: