গত ১১ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে, বনপাড়া সাধু পোপ ৬ষ্ঠ পল সেমিনারীতে নব অভিষিক্ত ফাদার সাগর কোড়াইয়া ও ফাদার সুরেশ পিউরীফিকেশন’কে সম্বর্ধনা দেয়া হয়। উক্ত সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হয় বরণ ও পবিত্র খ্রীষ্টযাগের মধ্য দিয়ে। পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও ডিডি, নব অভিষিক্ত ফাদারদ্বয়, অন্যান্য ফাদারগন, সেমিনারীয়ান এবং গ্রামের খ্রীষ্টভক্তগন উপস্থিত ছিলেন। পবিত্র খ্রীষ্টযাগের পর মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য যে, নব অভিষিক্ত ফাদারদ্বয় হলেন বনপাড়াস্থ সাধু পোপ ৬ষ্ঠ পল সেমিনারীর প্রথম ব্যাচের চার জনের মধ্যে দু’জন যারা ঈশ^রের আহ্বানে সাড়া দিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এই পূণ্য অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সার্বিক ভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন পরিচালক ফাদার প্রেমু রোজারিও এবং আধ্যাতিক পরিচালক ফাদার লিটন কস্তা।

Please follow and like us: