গত ১৪ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক অফিসের সম্মেলন কক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে বড়দিনের আনন্দ সহভাগিতা করলেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও এবং প্রেসিডেন্ট কারিতাস বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করে কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি: সুক্লেশ জর্জ কস্তা এবং প্রধান অতিথির আসন অলংকৃত করেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। সভাপতি মহোদয় বলেন যদিও বড়দিন খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব কিন্তু এই আনন্দ সবার মাঝে সহভাগিতা করা যায়। যেমনটি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশপ মহোদয় শিশুদেরকে নৈতিকতা নিয়ে একজন ভালো মানুষ হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। এই অনুষ্ঠানে ১০০ জন সুবিধা বঞ্চিত শিশুর মাঝে বিশপ মহোদয় বড়দিনে উপহার ও ফুল তুলে দেন। অপরদিকে শিশুরাও বিশপ মহোদয়কে তাদের আঁকা ছবি, নিজেদের হাতে কাগজের তৈরী ফুল, পাখি, নৌকা, নাচ, গানসহ শিশুদের সামর্থ অনুযায়ী উপহার দিয়ে তাদের ভালোবাসা প্রকাশ করে। অনুষ্ঠান শেষে সভাপতি ও প্রধান অতিথিসহ শিশুদের নিয়ে বড়দিনের কেক কর্তন ও খাওয়া মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
সুবিধা বঞ্চিত শিশুদের সাথে বড়দিনের আনন্দ সহভাগিতা করলেন বিশপ জের্ভাস রোজারিও
Please follow and like us: