গত ১৬ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশনের আয়োজনে এবং কারিতাস ও ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় যুবাদের নিয়ে অনুষ্ঠিত হলো আন্তঃমাণ্ডলিক আগমনকালীন নির্জন ধ্যান। বিজয় দিবসে রাজশাহী শহরের বিভিন্ন মণ্ডলীর প্রায় ৮৫ জন কলেজ-ভার্সিটি পড়ুয়া যুবকযুবতীদের নিয়ে অনুষ্ঠিত হল এই ধ্যান সভা। “যুব জীবনে আগমনকাল” এই মূলসুরের উপর ভিক্তি করে প্রথমে আগমন চক্রের প্রদীপ প্রজ্জ্বলন: প্রতিনিধি-কাথলিক চার্চ, চার্চ অফ বাংলাদেশ ও কারিতাস রাজশাহী অঞ্চল, শুভেচ্ছা বাণী, মি: দীপক এক্কা, এর পর মূলভাবের উপর অনুধ্যান সহভাগিতা করেন রেভা. বিলিয়ম সরদার, পালক, রাজশাহী সিটি চার্চ ও ডীন, রাজশাহী ডিনারী, চার্চ অফ বাংলাদেশ। এর পর বিভিন্ন দলে অভিনয় করা হয়। অভিনয়ে দূত সংবাদ: কাজা গায়া হোস্টেলের মেয়েরা, অভিনয়ে দীক্ষাগুরু যোহনের আহবান: কলিমনগরের যুবকেরা, আত্মপরীক্ষায় যুবজীবনের আঁকাবাঁকা পথ চিহ্নিতকরণ, ক্ষমা ভিক্ষা ও সাধারণ ক্ষমা: ফাদার প্যাট্রিক গমেজ, আহ্বায়ক, ধর্মপ্রদেশীয় সংলাপ কমিশন, রাজশাহী ধর্মপ্রদেশ; ব্যক্তিগত অনুধ্যান সহভাগিতা করেন পাস্টর লাসার মণ্ডল (এজি চার্চ); পাস্টর ক্লেরেন্স বাড়ৈই (ব্যাপ্টিস্ট চার্চ) ও পাস্টর ধীরেন বিশ্বাস (ব্যপ্টিস্ট চার্চ ও ওয়ার্ল্ড ভিশন)। নির্জন ধ্যানের সময় আরো ছিল প্রার্থনা ও আগমনী গান এবং শেষে বড়দিনের কীর্তন। ধ্যান সভাটি ছিল খুবই ব্যতিক্রমধর্মী, উপযুক্ত সময়ে অনুষ্ঠিত; বড়দিনের জন্য যথার্থ প্রস্তুতি এবং আন্তঃমাণ্ডলিক ঐক্যের অভিজ্ঞতা-এমন-সব মন্তব্য এসেছে আলাপচারিতায় ও অনুভতি ব্যক্ত করার সময়। রাজশাহী ধর্মপ্রদেশের খ্রীষ্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন-এর পক্ষ থেকে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান ভাইবোনদের প্রতি রইল শুভ বড়দিনের শুভেচ্ছা।

Please follow and like us: