গত ১২-১৩ মে, ২০১৮ খ্রিস্টাব্দ সময়কালে কারিতাস রাজশাহী অঞ্চল ও ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন কর্তৃক আয়োজিত রাজশাহী ধর্মপ্রদেশের পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় শিক্ষক সেমিনার ২০১৮ খ্রী। সেমিনারে উত্তর ও মধ্যভিকারিয়ার ১৪টি স্কুলের ৮৩ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। উক্ত সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার উইলিয়াম মুরমু, চ্যান্সেলর, রাজশাহী ধর্মপ্রদেশ এবং চ্যাপ্লেইন, কারিতাস রাজশাহী অঞ্চল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার পল গমেজ, সেক্রেটারি ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন এবং ভিকারজেনারেল, রাজশাহী ধর্মপ্রদেশ। সেমিনারে কারিতাস রাজশাহী অঞ্চল থেকে উপস্থিত ছিলেন মি. দীপক এক্কা, রিজিওনাল ম্যানেজার (আলোঘর) প্রকল্প।
সেমিনারে ‘শিক্ষকতায় মূল্যবোধ, নৈতিকতা ও বিভিন্ন আচরণিক দিক’ বিষয়টি নিয়ে সহভাগিতা করেন ফাদার পল গমেজ; জাতীয় শিক্ষানীতির আলোকে করণীয় দিকসমূহ নিয়ে সহভাগিতা করেন ফাদার লাজারুশ রোজারিও এবং স্কুলের ফলাফল পর্যালোচনা ও সামগ্রিক মানউন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়টি নিয়ে সহভাগিতা করেন মি. দীপক এক্কা। সবশেষে মুক্ত আলোচনায় ধর্মপ্রদেশীয় শিক্ষার বিভিন্ন দিক প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোকপাত করা হয়। সেমিনারে শিক্ষকগণ আরও বেশী পেশাদারিত্ব, শ্রম ও ত্যাগের মাধ্যমে শিক্ষকতা চালিয়ে যাওয়ার অভিমত ব্যক্ত করেন। সেমিনারটি কারিতাসের ‘ফরমেশন অব ইয়ূথ এন্ড টিচার্স প্রোগ্রামের সহায়তায় বাস্তবায়ন করা হয়। সেমিনারের সঞ্চলনার দায়িত্ব পালন করেন মি. অসীম ক্রুশ, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা, ‘ফরমেশন অব ইয়ূথ এন্ড টিচার্স প্রোগ্রাম’ কারিতাস রাজশাহী অঞ্চল।