বন্ধুগণ,
দেখতে দেখতেই আবার ও বড়দিন এসে গেল। বড়দিন হল যীশু খ্রিস্টের জন্মতিথী-জগতের ত্রাণকর্তার জন্মদিন। জগতের সকল জাতির মানুষ ছিল পাপের অন্ধকারে, আর ঈশ^র তাদের পাপ থেকে পরিত্রাণ দিতে, তাদের পতিত অবস্থা থেকে উদ্ধার করতে ও সকল প্রকার বন্দীদশা থেকে মুক্ত করতে, তাঁর একমাত্র পুত্র যীশুকে এই জগতে পাঠালেন। তাই এ দিন মহা আনন্দের দিন, মুক্তি বা পত্রিাণের দিন। দুই হাজার বছরেরও বেশী সময় পূর্বে যীশুর জন্ম হয়েছিল বেথলেমের এক গোশালায়, কারণ কেউ তাঁর বাবা-মা যোসেফ ও মারীয়াকে আশ্রয় দেয়নি। যীশুর জন্মদিনে স্বর্গদূতেরা গেয়েছিল, “ঊর্দ্ধলোকে ঈশ^রের মহিমা হোক, আর পৃথিবীতে নামুক শান্তি সকল মানুষের অন্তরে”। এই বড়দিনে তাই আমরা সকলে আনন্দ করব, ঈশ^রের প্রশংসা করব তাঁর এই বদান্যতার জন্য। পাপের পথ ছেড়ে নম্র হয়ে পবিত্র হয়ে যীশুকে আমাদের অন্তরে গ্রহন করব। সকলকে আমি রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের নামে ও আমার নিজের নামে সুখময় বড়দিনের শুভেচ্ছা জানাই আর আনন্দের নববর্ষ ২০২০ কামনা করি।
খ্রিস্টেতে,
+ জের্ভাস রোজারিও
রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশের বিশপ
বড়দিন ও নব-বর্ষের শুভেচ্ছা বাণী বিশপ জের্ভাস রোজারিও
Please follow and like us: