গত ৮ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশে কর্মরত যাজকবর্গের বার্ষিক কর্মশালা। এতে ধর্মপদেশের বিশপ জেভার্স রোজারিওসহ ৪৬ জন যাজক উপস্থিত ছিলেন। কর্মশালার শুরুতে বিশপ মহোদয় খ্রীষ্টযাগের উপদেশে বলেন, আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে খ্রীষ্টের আলোতে আলোকিত হয়ে অন্যদেরে মধ্যে খ্রীষ্টের সেই আলো ছড়িয়ে দেওয়া। বার্ষিক কর্মশালায় পালকীয় কাজের প্রসাশনিক ব্যবস্থাপনা এবং সংঘবদ্ধ কাজ এ মূলভারে উপর জীবন ভিত্তিক সহভাগিতা দেন ফাদার দিলীপ এস. কস্তা। Conflict management in the parish pastoral ministry এর উপর বক্তব্য দেন ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও। ধর্মপ্রদেশের পালকীয় গাইডলাইন নিয়ে কথা বলেন ফাদার উইলিয়াম মুরমু। বিকালে ধর্মপ্রদেশে কর্মরত সকল ফাদার ও বিভিন্ন সম্প্রদায়ের সিস্টার প্রতিনিধিদের বড়দিন পূর্ণমিলনী অনুষ্ঠিত হয় রাজশাহী বিশপ ভবনে। বিশপ মহোদয় তাঁর বক্তব্যে ধর্মপ্রদেশে কর্মরত সকল ফাদার সিস্টারদেরকে তাদের আন্তরিকতাপূর্ণ সেবাকাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যত করনীয় কাজ সম্বন্ধে বিভিন্ন দিক-নিদেশনা দেন। পবিত্র ঘন্টা, কীর্তনের মধ্য দিয়ে বড়দিনের আনন্দ প্রকাশ, উপহার প্রদান এবং সান্ধ্যভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
যাজকবর্গের বার্ষিক কর্মশালা ও বড়দিন পূর্ণমিলন ২০২০ খ্রিস্টাব্দ
Please follow and like us: