ফাদার সুনীল রোজারিও। খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্র, রাজশাহী সিটি।
পোপ ফ্রান্সিস বিশ্বের ক্যাথলিক যুব সমাজকে আশা, সহানুভুতি ও সংহতির সাক্ষ্য বহন করার আহ্বান জানিয়েছেন- “যা এখন এই কঠিন মুহুর্তে অত্যন্ত প্রয়োজন।” পুণ্য পিতা ফ্রান্সিস গত পাঁচ এপ্রিল সন্ধ্যায় তাঁর দূতসংবাদ প্রার্থনাকালে, বিশ্বের যুব সমাজ, যারা ধর্মপ্রদেশপর্যায়ে দিবসটি পালন করছিলেন, তাদের উদ্দেশ্যে এই আহ্বান জানান। তিনি বলেন, অনুসূচী অনুসারে তীর্থ- উদ্যাপনের পবিত্র ক্রুশ পানামা সিটি থেকে লিসবন সিটিতে স্থানান্তর করা হয়েছে, যেখানে বিশ্ব যুবদিবস উদযাপনের সিদ্ধান্ত ছিলো। বিশ্ব যুবদিবসটি এখন ২২ নভেম্বর, রবিবার খ্রিস্টরাজার পর্বদিনে যুক্ত করা হয়েছে। পোপ বলেন, “ আমরা যতোদিন পযর্ন্ত সেই দিনটির জন্য অপেক্ষা করবো, ততোদিন তারা যেনো আশার সাক্ষ্য, সহানুভূতি ও সংহতি লালন পালন করে, যা এখন এই কঠিন মুহুর্তে অত্যন্ত প্রয়োজন।”
এই সুযোকে পোপ, যে সব খ্রিস্টভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারপত্র রবিবারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ প্রিয় বন্ধুগণ, পুণ্য সপ্তাহে- যখন খ্রিস্ট তাঁর কষ্টভোগ, মৃত্যু এবং পুনরুত্থান করেছেন, আমাদের সেই যাত্রা হোক বিশ্বাসের মধ্যদিয়ে। তিনি বলেন, “যারা কোনোভাবেই উপাসনায় অংশ নিতে পারছেন না, তারা এই প্রযুক্তি ব্যবহার করে বাড়িতে প্রার্থনা করুন।” পোপ বলেন, “আসুন আমরা আধ্যাক্তিভাবে অসুস্থ ব্যক্তি ও তাদের পরিবার এবং তাদের যারা সেবাদান করছে- তাদের সাথে থাকি।”
পোপ গত তালপত্র রবিবার সাধু পিতরের মহামন্দিরে প্রায় জনশূণ্য পরিবেশে খ্রিস্টযাগ অর্পনের সময় বলেন, “যারা পুনরুত্থান প্রদীপের বিশ্বাস-আলো নিয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য প্রার্থনা করি। তাদের সবাই আমাদের হৃদয়ে, আমাদের চিন্তায় এবং আমাদের প্রার্থনার মধ্যে রয়েছেন।” তিনি অনুরোধ করেন, “এই সংকটকালে যারা নিজেদের গৃহবন্ধি রেখেছেন, তাদের জীবনে ঈশ্বরের ভালোবাসা ও মানুষকে সেবাদানের প্রকৃত অর্থ কী- তা ভেবে দেখা।”
পোপ ফ্রান্সিস বলেন, “আমরা যে সংকটময় অবস্থার অভিজ্ঞতা করছি, তার গুরুত্ব যেনো হালকা করে না নিয়ে গুরুত্ব সহকারে অনুধাবন ক’রে জীবনকে নতুন করে আবিষ্কার করি যে, জীবনের কোনো অর্থ নেই যদি জীবন অন্যের সেবায় নিয়োজিত করতে না পরি। ভালোবাসা দিয়েই কেবলমাত্র জীবন পরিমাপ করা যায়।” এ বছর করোনা মহামারির কারণে ভাটিকান সিটিতে খ্রিস্টভক্ত ছাড়াই পুণ্য সপ্তাহের উপাসনা অনুষ্ঠিত হয়েছে।
পোপ তাঁর উপদেশবাণীতে ক্যাথলিকদের উদ্দেশ্যে বলেন, অন্যের প্রতি আমাদের ভালোবাসার দৃষ্টান্ত হলো খ্রিস্টের যাতনাভোগ। তিনি বলেন, “এই পুণ্য দিনগুলোতে আসুন আমাদের ঘরে থাকা ক্রুশের দিকে তাকাই যা আমাদের জন্য ঈশ্বরের পূর্ণ ভালোবাসর প্রমাণ। সেইভাবে ঈশ্বরকে সামনে রেখে যারা জীবন বিপন্ন করে আমাদের সেবা দিচ্ছেন- আসুন আমরা ঈশ্বরের অনুগ্রহ কামনা করি যেনো অন্যের সেবার জন্য আমরাও বেঁচে থাকতে পারি।”
পোপ তাঁর দূতসংবাদ প্রার্থনাকালে ক্যাথলিকদের- কোমারি মারীয়ার কাছ থেকে শিক্ষা নেবার আহ্বান জানিয়ে বলেন, “ মারীয়া তাঁর ক্রুশবিদ্ধ সন্তানকে দেখে নীবর থেকেছেন কিন্তু অন্তরে উপলব্ধি করেছিলেন।”
পোপ ফ্রান্সিস বলেন, “আসুন আমরা আধ্যাক্তিভাবে অসুস্থ ব্যক্তি ও তাদের পরিবার এবং তাদের যারা সেবাদান করছেন- তাদের সাথে থাকি।” সব শেষে পোপ বলেন, অসুস্থ ব্যক্তি, তাদের পরিবার ও যারা সেবা দিয়ে ত্যাগস্বীকার করছেন এবং যারা পুনরুত্থান প্রদীপের আলোর আশা নিয়ে মৃত্যুবরণ করেছেন, আমরা গভীর আধ্যাক্তিকতা নিয়ে তাদের জন্য প্রার্থনা করি।”
যুব সমাজের প্রতি পোপের আহ্বান
Please follow and like us: