ফাদার বাবলু কোড়াইয়া, খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্র, রাজশাহী।
আজ ২৪ মে ২০২০ খ্রিস্টবর্ষ ৫৪ তম বিশ্ব যোগাযোগ দিবস। ১৯৬৭ খ্রিস্টাব্দে পোপ ৬ষ্ঠ পল বিশ্ব যোগাযোগ দিবস উদ্যাপনরে উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং এ উপলক্ষে তার প্রথম বাণী দিয়েছিলেন। যার মূলসুর ছিল ‘মণ্ডলি এবং সামাজিক যোগাযোগ’। সেই থেকে প্রতি বছরই পোপ মহোদয়গণ বিশ্ব যোগাযোগ দিবস উপলক্ষে বাণী দিয়ে থাকনেু যীশ্বর স্বর্গারোহণ পর্ব দিনে বিশ্ব যোগাদিবস উদ্যাপিত হচ্ছে।
এ উপলক্ষে পোপ ফ্রান্সিস যে বাণী দিয়েছেন তা পবিত্র বাইবেলের যাত্রাপুস্তক গ্রন্থের ১০:২ লেখা আছে “যেন তুমি তোমার পুত্র ও পৌত্রদের কাছে বলতে পার।” তাই তিনি এবারের বিশ্ব যোগাযোগ দিবস উপলক্ষে যে বাণী দিয়েছেন তাঁর মূলসুর হচ্ছে ‘জীবন হয়ে উঠে ইতিহাস’। এ প্রসঙ্গে বাণীর শুরুতেই তিনি বলেন, ‘আমি এই বছরের যোগাযোগ দিবসের বাণীটি গল্প বলার উপর নিবেদন করতে চাই, কেননা আমি বিশ্বাস করি, আমরা যেন আমাদের প্রাসঙ্গিকতা হারিয়ে না ফেলি। সেজন্য উত্তম সব গল্পে বিদ্যমান সত্যকে নিজের করে নেওয়া।’ তিনি আরো বলেন, বর্তমান সময়ের জন্য আমাদের এমন সব গল্প রচনা করতে হবে বা বুনন করতে হবে যেন তা আমাদের চারপাশে ঘিরে থাকা শ্রুতিকটু সব কন্ঠ ও বার্তার মাঝে। মানবিক বিষয় এবং চারপাশের সৌন্দর্যকে প্রকাশ করে। এমন এক কাহিনী রচনা করতে হবে, যা আমাদের জগত ও তার ঘটনাপ্রবাহকে এক স্নেহপূর্ণ দৃষ্টিতে গণ্য করে। তা হবে এমন এক কাহিনী যা আমাদের বলতে পারে, আমরা একটি প্রাণময় ও পরস্পরযুক্ত চিত্রকর্মের অংশ। এমন কাহিনী এমন এক সুতার বুনন প্রকাশ করতে পারে যা আমাদের একে অপরের সঙ্গে যুক্ত করে।
তিনি তাঁর বাণীটি পাঁচটি পয়েন্টের উপর সাজিয়েছেন। প্রথমত: গল্পের বুনন, এখানে তিনি যে বিষয়টি দেখিয়েছেন তা হলো মানুষ হলো গল্পকার। তাই অন্যদের গল্প, রূপ কথার কাহিনী, উপন্যাস, ছায়াছবি, গান, যে কোন ধরনের খবর আমাদের জীবনকে প্রভাবিত করে। এর উপর ভিত্তি করেই আমরা আমাদের নিজ জীবনের গল্প রচনা করি। দ্বিতীয় পয়েন্টে তিনি উল্লেখ করেছেন যে, সব গল্পই উত্তম গল্প নয়। এখানে তিনি আদম-হবার গল্পের উদাহরণ দিয়েছেন। যে গল্পে শয়তান তাদেরকে বলেছিল, যখন তোমরা এই ফল খাবে … তোমরা পরমেশ্বরের মতো হয়ে যাবে (আদিপুস্তক ৩:৪ পদ)। এ রকম অনেক গল্প আছে যেখানে অমাদের জীবনকে মিথ্যার আশ্বাস দেয়। বর্তমানে আমরা এমন একটি সময়ে আছি যখন মিথ্যাচার ক্রমবর্ধমানভাবে কৃত্রিমতা লাভ করছে। এমতাবস্থায় আমাদের প্রজ্ঞার প্রয়োজন যেন আমরা সুন্দর, সত্য ও উত্তম গল্পগুলোকে আমাদের জীবনে স্বাগত জানাতে ও সৃষ্টি করতে পারি। মিথ্যা ও মন্দকে চিহ্নিত করে তা জীবন থেকে বাদ দিতে পারি। আর সেই জন্যে তৃতীয় পয়েন্টে তিনি দেখিয়েছেন সব গল্পের সেরা গল্প কী হবে। এখানে তিনি বলেন, পবিত্র শাস্ত্র একটি সেরা গল্প। সেই সাথে তিনি আরো বলেন, বাইবেল হলো ঈশ্বর ও মানুষের মধ্যকার মহা ভালবাসার গল্প। চতুর্থ পয়েন্টে তিনি বলেন এক চির নবায়িত গল্প হলো যিশু খ্রিস্টের গল্প। খ্রিস্টের ইতিহাস অতীতের কোন কর্মকান্ড নয়। এটা আমাদের গল্প আর সবর্দাই তা সময়োপযোগী। পঞ্চম পয়েন্টে তিনি বলেন আমাদেরকে হতে হবে এমন এক গল্প যা আমাদের জীবনকে নবায়ন করে। কেননা আমাদের প্রতিটি গল্প প্রতিটি মহান গল্পের অংশ হয়ে উঠে।
৫৪ তম বিশ্ব যোগাযোগ দিবস
Please follow and like us: