ফাদার বাবলু কোড়াইয়া, খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্র, রাজশাহী।
আজ ২৫ মে ২০২০ খ্রিস্টাব্দ, মুসলমান ধর্মাবলম্বী ভাইবোনদের বড় উৎসব- ঈদুল ফিতর। এই ঈদ উপলক্ষে সকল মুসলমান ভাইবোনদের প্রতি রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মুসলমান ধর্মাবলম্বী ভাইবোনেরা তাদের দীর্ঘ মাসব্যাপী সিয়াম সাধনার পর আজ পবিত্র ঈদুল ফিতর উৎসব পালন করছেন। সময়ের প্রয়োজনে যদিও এবারের ঈদ উৎসব একটু ব্যতিক্রমভাবে উদ্যাপন করা হচ্ছে- অর্থাৎ করোনা ভাইরাসের ভয়াবহতার কারণে সকলে ঈদের জামায়াতে হাজির হতে পারছেন না, তবু তাদের এ উৎসব করার আনন্দে একটু ভিন্ন মাত্রায় যোগ হচ্ছে। আর সেটা হলো ঈদ মানেই আনন্দ আর এবারের ঈদে তাদের আনন্দ সহভাগিতা হবে তাদের প্রিয়জনদের মাঝে, একেবারে পারিবারিকভাবে।
তাছাড়া এই ‘সামাজিক দূরত্বের’ কারণে বাইরে যেতে না পারলেও ডিজিটাল যুগে গণমাধ্যমের মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পৌঁছে দেওয়া হচ্ছে ঈদের আনন্দ শুভেচ্ছাবার্তা। রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেভার্স রোজারিও ফেসবুক পেইজ অনলাইনের মাধ্যমে রাজশাহী ধর্মপ্রদেশের সকল ফাদার, সিস্টার, এবং খ্রিস্টভক্তদের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, “আমরা সকলে জানি আজ আামাদের মুসলমান ভাইবোনদের ঈদুল ফিতর। এই মহান উৎসবে তারা পালন করছেন এক মাস সিয়াম সাধনার পরে। এক মাস রোজা রেখে নিজেদেরকে পুণ্য অর্জনের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন, পাপ-তাপ ত্যাগ ক’রে। তাদের এ ত্যাগ সৃষ্টিকর্তার কাছে বা আল্লাহুর কাছে অনেক মূল্যবান ও গ্রহণীয়। তাই আজ তারা যে ঈদুল ফিতর উৎসব উদ্যাপন করছেন নিশ্চয় এটা তাদের জন্য অনেক আনন্দের বিষয় এবং আমরা সেটাই কামনা করি। তবে করোনা ভাইরাস বা বৈশি^ক মহামারির কারণে এবং বিভিন্ন বিধি নিষেধের কারণে তারা এক সঙ্গে জমায়েত হয়ে অন্যান্য বারের মত ঈদ উদ্যাপন করতে পারছেন না বা নামাজ আদায় করতে পারছেন না। কিন্তু তা তত্ত্বেও সরকারি বিধি নিষেধ ও নীতিমালা মান্য করে তারা আজ ঈদের নামাজ আদায় করবেন এবং পরিবারে পরিবারে ঈদের উৎসব উদ্যাপন করবেন। আমরা তাদের এই ঈদ উৎসবকে শুভেচ্ছা জানাই। আশা করি তারা সকলেই এই উৎসবে শরিক হয়ে তাদের আনন্দ প্রকাশ করবেন। “আমি রাজশাহী ধর্মপ্রদেশ বা ক্যাথলিক চার্চের নামে আমাদের সকল মুসলিম ভাইবোনদের ঈদের এই দিনে অনেক অনেক শুভেচ্ছা ও অভিন্দন জানাই- তাদের এই বিশ^াসের জন্য এবং অনুরোধ রাখি তারা যেন শুধুমাত্র তাদের জন্য নয়, বরং সকলের জন্য সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করেন। যেন আমরা সকলেই সৃষ্টিকর্তা, আল্লাহু বা ঈশ^রের আর্শীবাদ লাভ করতে পারি।”
তাই আজকের দিনে আমরা আবার সেই স্লোগানের কথা মনে করে বলতে পারি, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। আসুন আমরা সবাই একে অন্যকে শুভেচ্ছা জ্ঞাপন করে বলি ঈদ মোবারক। সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা
Please follow and like us: