ফাদার বাবলু কোড়াইয়া
গত ৩১ মে, খ্রিস্টমণ্ডলির জন্মদিনে অর্থাৎ পঞ্চাশত্তমী মহাপর্ব দিনে রাশজশাহী ধর্মপ্রদেশের বিশপ জেভার্স রোজারিও-এর পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, বিশ্বস্বাস্থ্য সংস্থা ও রাষ্ট্রীয় বিধি মেনে ধর্মপ্রদেশের প্রতিটি ধর্মপল্লীর ভক্তজনের জন্য পুনরায় উপাসনালয় খুলে দেওয়া হয়েছে। বিশপ মহোদয় নিজে ক্যাথিড্রাল ধমপল্লীতে খ্রিস্টযাগ উৎসর্গ করেছেন। তবে তার আগে তিনি স্বাস্থ্য বিধি মেনে যা যা করা আবশ্যকীয় তা সুন্দরভাবে সম্পাদন করেছেন এবং খ্রিস্টভক্তদের এ বিষয়ে শিক্ষাদান করেছেন। খ্রিস্টযাগের উপদেশে বিশপ বলেন, “আজ খ্রিস্টমণ্ডলির জন্মদিন। আমরা স্মরণ করি পঞ্চাশত্তমীর দিনে কী কী ঘটেছিল। সেদিন শিষ্যেরা সবাই ইহুদিদের ভয়ে এক ঘরে বন্দি হয়েছিলেন। কিন্তু পবিত্র আত্মার অবতরণের পর তারা সমস্ত ভয়-ভীতি কাটিয়ে পবিত্র আত্মার শক্তিতে অনুপ্রাণীত হয়ে কথা বলতে শুরু করলেন যা সেখানে উপস্থিত ভিন্ন ভিন্ন ভাষার মানুষ তাদের নিজ নিজ ভাষায় বুঝেছিলেন। তারপর শিষ্যেরা বিশ্বে ছড়িয়ে পড়লেন পুনরুথিত খ্রিস্টের মঙ্গলবার্তা প্রচার করার জন্যে।
আমরা ও গোটা পৃথিবীর মানুষর অজানা শুত্রু করোনা ভাইরাসের কারণে দুই মাস নিজ নিজ বাসগৃহে বন্দি আবস্থায় ছিলাম। কিন্তু এই পঞ্চাশত্তমী পর্ব দিনে পবিত্র আত্মার উপর বিশ্বাস নিয়ে, তার উপর ভরসা নিয়ে তার কাছ থেকে সাহস নিয়ে স্বাভাবিক জীবন শুরু করতে যাচ্ছি। তবে আমরাও যেন পবিত্র আত্মার জ্ঞান-বুদ্ধি ও সাহস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমাদের দেশের সরকারি বিধি মেতাবেক চলা ফেরা করি এবং বিশ্বাসের অনুশীলন করি। ঈশ্বর আপনাদের সবাইকে সুস্থ রাখুন এবং সবাই ভাল থাকুন।
পঞ্চাশত্তমী পর্বদিনে খুলে দেয়া হলো উপাসনালয়
Please follow and like us: