ফাদার বাবলু কোড়াইয়া। খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্র, রাজশাহী সিটি, বাংলাদেশ।
গত ৭ জুন রাজশাহী ধর্মপ্রদেশের প্রাণকেন্দ্র বিশপ ভবনে ঘরোয়া পরিবেশে সালেসিয়ান মিশনারি ফাদার পায়েলকে ধন্যবাদ ও বিদায় শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। তিনি ২০১২ খ্রিস্টাব্দের ৫ ফেব্রুয়ারি, লক্ষীকোল ধর্মপল্লীতে সহকারি পাল পুরোহিত হিসেবে রাজশাহী ধর্মপ্রদেশে তার মিশনারি কাজ শুরু করেছিলেন। সেখানে সহকারি হিসেবে কাজ করতে করতেই খঞ্জনপুর ও জয়পুর হাটে তার কাজ শুরু করে আজ পর্যন্ত তার যাজকীয় সেবা দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২০১৮ খ্রিস্টাব্দে মে মাসের ২৪ তারিখে খঞ্জনপুর উপ-ধর্মপল্লীকে পূণাঙ্গ ধর্মপল্লীতে উন্নীত করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। বিগত দুই বছরেরও অধিক সময় ধরে তিনি সেখানে কাজ করছিলেন। আজ ৮ জুন, ২০২০ খ্রিস্টাব্দ থেকে তার নতুন কর্মক্ষেত্র ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিড়িশিরিতে সালেসিয়ান সেমিনারিয়ানদের গঠন গৃহের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, লক্ষীকোল ধর্মপল্লীর পালÑপুরোহিত ফাদার এমিলসহ রাজশাহীতে সিটিতে কর্মরত ১৪ জন ফাদার, ২জন সেমিনারিয়ান এবং ৫ জন সিস্টার।
ধন্যবাদ ও কৃজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে বিশপ জের্ভাস রোজারিও বলেন, ফাদার পায়েল সত্যিই খুব ভাল কাজ করেছেন। যদিও তিনি তার দায়িত্বের খাতিরে অনত্র যাচ্ছেন- তবুও ফাদার পায়েলকে আমাদের রাজশাহী ধর্মপ্রদেশেরই একজন ফাদার হিসেবে স্মরণে রাখব। আশা করি, শীঘ্রই সে তার দায়িত্ব শেষ করে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। শুভেচ্ছা বক্তব্যেও পর পরই বিশপ মহোদয় ফাদারের প্রতি কৃজ্ঞতার চিহ্ন হিসেবে একটি ফুলের তোড়া ও উপহার তুলে দেন।
অতপর ফাদার পায়েল তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমি রাজশাহী ধর্মপ্রদেশকে সেবা দেইনি বরং ধর্মপ্রদেশই আমাকে সেবা দিয়েছে। তাই ধর্মপ্রদেশকে অনেক অনেক ধন্যবাদ জানাই । ”

Please follow and like us: