গত ২৯ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ, রবিবার রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও শক্তিমতি কুমারী মারীয়া ধর্মপল্লী, বোর্ণী-তে হস্তার্পণ সংস্কার প্রদান করেন। বোর্ণী ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের ১০১ জন এবং মানগাছা গ্রামের ১৫ জন সহ এদিন সর্বমোট ১১৬ জন ছেলেমেয়ে হস্তার্পণ সংস্কার লাভ করে। মানগাছা গ্রামে স্কুল শিক্ষক নির্মল পালমা এবং বোর্ণীতে সিষ্টার রুলিতা খালকো, এস.সি., সিষ্টার কামিল্লা বাড়ো, এস.সি. এবং ধর্মপল্লীর যাজকগণ দীর্ঘ এক মাস যাবৎ হস্তার্পণ ও অন্যান্য সংস্কারসমূহ বিষয়ে ধর্মশিক্ষা দিয়ে এসব ছেলেমেয়েদের সংস্কার লাভের উপযুক্ত করে গড়ে তোলেন। ২৯ নভেম্বর, রবিবার সকাল ৯:৩০ মিনিটে খ্রিস্টযাগ শুরু হয়। সহার্পিত খ্রিস্টযাগে বিশপ মহোদয়ের সাথে ৪ জন যাজক উপস্থিত ছিলেন। খ্রিস্টযাগের উপদেশে বিশপ মহোদয় হস্তার্পণ প্রার্থীদের যিশুর সৈনিক হয়ে প্রার্থনার অস্ত্র দিয়ে শয়তানকে পরাজিত করতে আহ্বান জানান। হস্তার্পণের খ্রিস্টযাগ শেষে পাল-পুরোহিত ফাদার সুব্রত পিউরীফিকেশন হস্তার্পণ প্রার্থীদের অভিনন্দন জানান এবং বিশপ মহোদয়কে ও অন্যান্য সকলকে ধন্যবাদ-কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিশেষে হস্তার্পণ প্রার্থীদের মাঝে স্মৃতিচিহ্ন হিসাবে কার্ড ও ক্রুশসহ মালা এবং হালকা নাস্তা বিতরণ করা হয়।
-ফাদার যোহন মিন্টু রায়

Please follow and like us: