গত ০৪ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার ফৈলজানা ধর্মপল্লীর প্রতিপালক সাধু ফ্রান্সিস জেভিয়ারের পর্ব পালন করা হয়। একই দিনে ২৪ জন ছেলেমেয়েকে প্রথম খ্রিস্টপ্রসাদ এবং ৩৬ জনকে হস্তার্পণ সংস্কার প্রদান করা হয়। আধ্যাত্মিক প্রস্তুতি হিসেবে খ্রিস্টভক্তগণ নয়দিনের নভেনা প্রার্থনা করেন। পর্বদিনের মহাখ্রিস্টযাগের শুরুতে গীর্জার বাইরে থেকে প্রার্থীরা ‘আমরা ছোট্ট শিশু’ গান গাইতে গাইতে গীর্জায় প্রবেশ করে। শোভাযাত্রার সময় ধর্মপল্লীর প্রতিপালক সাধু ফ্রান্সিস জেভিয়ারের প্রতিকৃতিও বহন করে গির্জায় স্থাপন করা হয়। রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি বেদীতে ও প্রতিকৃতিতে ধূপারতি করে খ্রিস্টযাগ আরম্ভ করেন। উপদেশে বিশপ মহোদয় বলেন, “সাধু ফ্রান্সিস জেভিয়ার খ্রিস্টের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে উপমহাদেশে এমনকি জাপানে ও চীনের উপকূল পর্যন্ত বাণী প্রচার করেছেন; তিনি বাণী প্রচার করতে করতেই নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করেছেন। ফলে বহু মানুষ খ্রিস্টের বাণী শুনেছে এবং খ্রিস্টবিশ্বাস গ্রহণ করেছে। আমাদেরকেও এমন ভূমিকা পালন করতে হবে। আজ আমাদের ছেলেমেয়েরা প্রথম খ্রিস্টপ্রসাদ ও হস্তার্পণ সংস্কার গ্রহণ করে ঈশ্বরের বিশেষ আর্শীবাদ লাভ করবে। তাই পিতামাতা হিসেবে আমাদের ছেলেমেয়েদের উৎসাহ দিতে হবে যেন তারাও খ্রিস্টের সেবাকর্মী হতে চায় এবং পবিত্র আত্মার পরিচালনায় জীবনযাপন করে।” খ্রিস্টযাগের শেষে প্রথম খ্রিস্টপ্রসাদ ও হস্তার্পণ সংস্কার গ্রহণকারী ছেলেমেয়েদের উপহার দেওয়া হয়। পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি সকলের সহযোগিতা ও স্বতস্ফূর্ত অংশগ্রহণ এবং ব্লকভিত্তিক উপহার প্রদানের জন্য সকলকে ধন্যবাদ জানান। পরিশেষে, সকলের মধ্যে আর্শীবাদিত বিস্কুট বিতরণ করা হয়।

-ফাদার বিকাশ কুজুর, সিএসসি

Please follow and like us: