আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। রাজশাহী শহরের প্রায় ৫০ জন প্রতিবন্ধীদের নিয়ে টালিপাড়ায় অর্ধদিন ব্যাপী একটি অনুষ্ঠান অয়োজন করে কারিতাস, রাজশাহী অঞ্চল। সকাল ১০:৩০ মিনিটে শ্রদ্ধেয়া সিস্টার ও নিভা একটি সার্বজনীন প্রার্থনা অনুষ্ঠান করেন। মধ্যদিয়ে এই অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত সভাপতি যোসেফ মুর্মু সহভাগিতায় বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য এখন আর্ন্তজাতিকভাবে একটি দিন স্বীকৃত পেয়েছে। এই দিনটিতে আমরা প্রতিবন্ধী ভাইবোনদের শুভেচ্ছা জানাই। আমরা যারা সুস্থ-সবল মানুষ প্রত্যেকেরই দায়িত্ব হল তাদের এই প্রতিবন্ধী ভাইবোনদের সেবা করা’।’
অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় ফাদার সুরেশ পিউরীফিকেশন বলেন, ‘প্রত্যেকজন প্রতিবন্ধী ভাইবোন সৃষ্টিকর্তার ভালবাসার সন্তান। বিশ^সৃষ্টিকর্তা বিভিন্ন উপকারী বন্ধুদের তারা তাদেরকে যত্ন ও সাহায্য করেন। আমরা যেন কখনো প্রতিবন্ধী ভাইবোনদের প্রতি খারাপ আচরণ না বরং তাদের প্রতি স্নেহ-ভালবাসা দেখায় যত্ন নিই। এরপর প্রতিবন্ধী ভাইবোনেরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পনিরবেশন করেন। পরিশেষে এই অনুষ্ঠানটির আহব্বায়ক সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
-ফাদার সুরেশ পিউরীফিকেশন
রাজশাহীতে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন
Please follow and like us: