ফাদার বিকাশ কুজুর সিএসসি
আজ ২১ ফেব্রুয়ারি ২০২১ খ্রীষ্টাব্দ রোজ রবিবার ফৈলজানা ধর্মপল্লীতে শিশুমঙ্গল দিবস উদযাপন করা হয়। সকাল ৯:৩০ ঘটিকায় শিশুদের মঙ্গল কামনায় দিনের দ্বিতীয় খ্রীষ্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশের পন্টিফিক্যাল মিশন সোসাইটি’র (পিএমএস) সদস্য ফাদার পিউস গমেজ। উপদেশে তিনি বলেন, “আজকের শিশুরাই ফৈলজানার ভবিষ্যত। তাই তাদের বিশেষ যত্ন নিতে হবে। পিতামাতাগণ যেন তাদের সন্তানদের কাছে সঠিক শিক্ষা ও আদর্শ প্রচার করেন। পাশাপাশি, বড় হওয়ার স্বপ্ন দেখান।” খ্রীষ্টযাগের পর ছেলেমেয়েরা হাতে ফুল নিয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি গাইতে গাইতে সেন্ট ফ্রান্সিস জেভির্য়াস জুনিয়র হাইস্কুলে যায়। সেখানে শহীদ মিনারে পুষ্প অর্পণ করে বাইবেল ভিত্তিক বিভিন্ন স্লোগান দিতে দিতে আবার মিশনে ফিরে আসে। অতপর সকলে হালকা জলযোগ করে। দিনের দ্বিতীয় পর্বে সকলে ধন্য বাসিল আন্তনী মেরী মরো হলঘরে একত্রিত হয়। অতপর ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার এ্যাপোলো লেনার্ড রোজারিও সিএসসি সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। এরপর ছেলেমেয়েরা ক্লাশ অনুযায়ী প্রার্থনা ও বাইবেল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। অতপর ফৈলজানা শিশুমঙ্গল সংঘের আহ্বায়ক সিস্টার অর্ঘ্য এসএমআরএ সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। শেষে দুপুরের আহারের মধ্য দিয়ে এ বিশেষ দিবসের কার্যক্রম সমাপ্ত হয়।
ফৈলজানা ধর্মপল্লীতে শিশুমঙ্গল দিবস উদযাপন
Please follow and like us: