বিগত ৭ থেকে ৮ জুন ২০১৮ খ্রীষ্টাব্দ, সুরশুনিপাড়া ধর্মপল্লীতে অতিজাঁকজমক সহকারে পবিত্র শিশুমঙ্গল দিবস উদযাপন করা হয়। “যীশুর ভালবাসায় শিশুদের বেড়ে ওঠা” এই মূলসুরককে কেন্দ্র করে প্রভু নিবেদন ধর্মপল্লীতে চতুর্থ শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মোট ২১৬ জন শিশু ও শিশু পরিচালকদের নিয়ে এই শিশুমঙ্গল দিবস ও বাইবেল ভিত্তিক নাটিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও শিশুদের নিয়ে আনন্দ শুভাযাত্রা করা হয়। মূলসুরের উপর পবিত্র খ্রীষ্টযাগে সহভাগিতা করেন পাল-পুরোহিত ফাদার দানিয়েল মুরমু। খ্রীষ্টযাগের পরে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্য পুরষ্কার বিতরণ করা হয় এবং দুপুরের মধ্যাহ্ন আহারের মাধ্যমে দিনের কার্যক্রম সমাপ্ত করা হয় এবং মনের আনন্দ নিয়ে শিশুরা তাদের নিজ নিজ বাড়ীতে ফিরে যায়।
Please follow and like us: