বিগত ৭ থেকে ৯ জুন ২০১৮ খ্রীষ্টাব্দ, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে রাজশাহী ধর্মপ্রদেশীয় পরিবার জীবন পরিষদের আয়োজনে ধর্মপল্লী পর্যায় হতে মনোনীত প্রতিনিধিদের নিয়ে “প্রশিক্ষক প্রশিক্ষণ সেমিরারের” এর আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য বিষষ ছিল প্রাক্ বিবাহ ও বিবাহ প্রস্তুতি, পারিবারিক সমস্যা ও সমাধান, যুবক-যুবতীদের প্রজনন স্বাস্থ্য এবং জেন্ডার এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ধর্মপল্লী পর্যায়ের প্রশিক্ষকদের উল্লিখিত বিষয়ের উপর দক্ষতা বৃদ্ধি করণ। তারা যেন আর্দশ খ্রিষ্টিয় পরিবার গঠনে ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণে সহায়ক হিসেবে ভূমিকা রাখেন মিসেস লিলি গমেজ (ঐ.ই.ঈ.ঈ স্পেশালিস্ট, করিতাস), মি. বেনেডিক্ট মুরমু (জেপিও) হেলথ কারিতাস এবং শ্রদ্ধেয় ফাদার প্যাট্রিক গমেজ, (আন্তঃধর্মীয় সংলাপ এর আহ্বায়ক) । প্রশিক্ষক প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশীয় পরিবার পরিষদের আহ্বায়ক শ্রদ্ধেয় ফাদার প্রদীপ কস্তা। অনুষ্ঠানের শেষে পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুরমু চ্যান্সেলর, রাজশাহী ধর্মপ্রদেশ। উক্ত প্রশিক্ষণে ফাদার, সিস্টারসহ অংশগ্রহকারী উপস্থিত ছিলেন ৭০ জন । সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘটে।

Please follow and like us: