বরেন্দ্রদূত রিপোর্টার (১১ মে, ২০২১)
গত ১১ মে, রাজশাহী শহরে অবস্থিত সাধু পিতরের গির্জা সংলগ্ন, অবলেট সিস্টারস’ অব সেন্ট গনজাগা সম্প্রদায়ের নতুন কনভেন্ট উদ্বোধন করা হয়েছে। এই সিস্টার সম্প্রদায় ‘লুইজিনা’ সিস্টার সমপ্রদায় নামে বেশি পরিচিত। সকালে পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। খ্রিস্টযাগ অর্পণ করেন ফাদার সুনীল ডানিয়েল রোজারিও এবং তাকে সহযোগিতা করেন, সাধু পিতর গির্জার পালক পুরুহিত উইলিয়াম মুর্মু এবং সাধু পিতর সেমিনারির পরিচালক সুব্রত টি. কস্তা। পরে সকাল ৯টার দিকে ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন ও আর্শীবাদিত করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুঞ্চিনিয়র মার্চেল্লুস তপ্ন, ভিকার জেনারেল পল গমেজ, উন্নয়ন কর্মকর্তা ইম্মানুয়েল রোজারিও এবং মা নির্মাণ কোম্পানির প্রধান অমল ধর। সেই সাথে আরো উপস্থিত ছিলেন, লুইজিনা সম্প্রদায়ের রিজিওনাল সুপেরিয়র সি. ক্লারা ঘরামি, পরিষদের সদস্যা সি. তেরেজা গমেজ এবং সি. বন্দনা রোজারিও। নতুন কনভেন্টের সিস্টারদের মধ্যে ছিলেন- হাউজ সুপেরিয়র সি. রোজমেরী শাহা, সি. রিতা পালমা এবং সি. সুমনা ত্রিপুরা। উদ্বোধন অনুষ্ঠানে বিশপ জের্ভাস রোজারিও তাঁর বক্তৃতায় বলেন, “এই নতুন ভবন থেকেই নতুন করে খ্রিস্টের সাক্ষ্য বহন, নতুন করে শুরু করতে হবে।” তিনি বলেন, “আমাদের মনে রাখতে হবে, আমরা কেউ নিজের জন্য নই- অন্যের জন্যে। আমরা যখন আমাদের পালকীয় কাজ দিয়ে অন্যকে লাভ করতে পারবো- মাত্র তখনই আমরা খ্রিস্টকে লাভ করতে পারবো।”

অবলেট সিস্টারস’ অব সেন্ট গনজাগা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন ফাদার জোভান্নী বাত্তিস্তা রূবিনো। তিনি ১৯১৫ খ্রিস্টাব্দে ইটালি দেশে এই লুইজিনা সিস্টার সম্প্রদায় গড়ে তোলেন। প্রথান উদ্দেশ্য ছিলো, ক্যাথলিক চার্চের শিক্ষা ও প্রশাসনের পক্ষে কথা বলা। নারী সমাজকে নিয়ে মানুষের যে সস্তা ধারণা ছিলো তা দূর করার জন্য এই সম্প্রদায় মেয়েদের নিয়ে কাজ করার বিশেষ আহ্বান পেয়েছেন।
লুইজিনা সিস্টার সম্প্রদায় ১৯৫৬ খ্রিস্টাব্দে পূর্ববঙ্গে পালকীয় কাজ করার জন্য আসেন এবং খুলনা ধর্মপ্রদেশে প্রথম তাদের পালকীয় কাজ শুরু করেন। সাধু পিতর গির্জা সংলগ্ন নতুন এই কমিউনিটি নিয়ে এখন বাংলাদেশে তাদের ১১টি হাউজ খোল হলো। বরেন্দ্রদূত প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাতকারে রিজিওনাল সুপেরিয়র সি. ক্লারা ঘরামি, অদূর ভবিষ্যতে উত্তরবঙ্গে আরো নতুন হাউজ খোলার ইচ্ছা ব্যক্ত করেছেন। আমরা লুইজিনা সিস্টার সম্প্রদায়ের সুন্দর ভবিষ্যত কামনা করি।

Please follow and like us: