গত ২৯ মে শনিবার রাজশাহী ধর্মপ্রদেশের বনপাড়া সেমিনারীর প্রতিপালক সাধু পোপ ষষ্ঠ পলের পর্ব মহাসমারোহে পালন করা হয়। এই পর্বের প্রস্তুতিস্বরূপ নয় দিনব্যাপী সাধু পোপ ষষ্ঠ পলের নিকট নভেনা প্রার্থনা করা হয়। পর্বের দিন সকাল ১০:০০টায় পর্বীয় খ্রিস্টযাগের মধ্য দিয়ে পর্বদিনের অনুষ্ঠান শুরু করা হয়। পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন মথুরাপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা। এছাড়া বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত আরও মোট ১৪ জন যাজক উপস্থিত ছিলেন এই পর্বীয় খ্রিস্টযাগে এবং দিনের অনুষ্ঠানে। খ্রিস্টযাগের পর সেমিনারীয়ানদের আয়োজনে ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পর্বদিন উপলক্ষ্যে একটি দেয়ালিকাও প্রকাশ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আশেপাশের ধর্মপল্লী থেকে আগত ফাদার সিস্টার ও নিমন্ত্রিত অতিথিদের নিয়ে একসঙ্গে দুপুরের আহারের মাধ্যমে এই পর্ব উৎসবের আনন্দ সহভাগিতা করা হয়।

-বরেন্দ্রদূত রির্পোটার

Please follow and like us: