গত ২৭ মে ২০২১ রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব যাজকদের সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী ধর্মপদেশের আগত বিভিন্ন ধর্মপল্লী থেকে প্রায় ২০ জন যাজক। প্রথমেই পবিত্র ঘণ্টার মধ্য দিয়ে মধ্য দিয়ে মিলনমেলা শুরু হয়। এই মিলন মেলার মূলসুর ছিল দায়িত্বপ্রাপ্ত সেবকের আনন্দপূর্ণ সহভাগিতা।
সকাল ১০:০০ টায় প্রার্থনার মধ্য দিয়ে মিলনমেলা শুরু হয়। এরপর সঞ্চালক ফাদার উত্তম রোজারিও সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান । অধিবেশেনের প্রথমেই নতুন যাজকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নতুন যাজকদের পক্ষে ফাদার সুরেশ পিউরী তার যাজকীয় জীবনের অনুভূতি প্রকাশে বলেন,’ আমি কৃতজ্ঞতা ভরা অন্তরে ঈশ^রকে ধন্যবাদ জানাই যে আমি তাঁর দ্রাক্ষাক্ষেত্রে যাজক হিসেবে করার জন্য যাজকাভিষেক লাভ করেছি। আমার যাজকীয় জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতা অনেক আনন্দের। যাজক হিসেবে ঐশ জনগণের সেবা ও আধ্যাত্মিক যত্ন নিতে পেরে আমি অনেক আনন্দিত।’ এরপর মূল বিষয়ের উপর সহভাগিতা করতে শ্রদ্ধেয় ফাদার প্রেমু রোজারিও বলেন, ‘ যাজকীয় জীবন হল ঈশ^রের একটি আহ্বান। যাজকীয় জীবনে খ্রীষ্টের সেই যাজকত্বের অংশিদার হয়ে আমরা যেন বিশ^স্তভাবে সাক্রামেন্তীয় সেবা করতে পারি। তার জন্য ঈশ^রের কাছে শক্তি চাই। বর্তমানে খ্রিস্টের সেবায় নিবেদিত জীবন বিভিন্ন ধরণের চ্যালেঞ্জের সš§ুখীন হতে হয়। যে কারণে আমাদের জীবন থেকে প্রকৃত আনন্দ, উচ্ছলতা, সক্রিয়তা লোপ পাচ্ছে, যা কোন মতেই কাম্য নয়। তাই পূণ্য পিতা আন্তরিকভাবে প্রত্যাশা করছেন যাতে আমরা নতুনভাবে চেতনা নিয়ে এ আহবান জীবনকে নিয়ে চিন্তা, ধ্যান ও অনুধ্যান করি।’
এরপর যুব যাজকদের মধ্য থেকে কয়েকজন ফাদার নিজেদের জীবনে পালকীয় কাজের আনন্দ, কষ্ট ও চ্যালেঞ্জ সহভাগিতা করেন। যুব-যাজকদের মডারেটর ফাদার ইম্মানুয়েল বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত ও ঈশ^রের প্রতি কৃতজ্ঞ, কারণ মণ্ডলির সেবাকাজের জন্য ঈশ্বর আমাদের আহ্বান করেছেন। তিনি চান আমরা যেন সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন করে প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে কাজ করি। যে মহান দায়িত্ব গ্রহণ করেছি তা যেন পবিত্র মন-অন্তর নিয়ে করতে পারি।’ বর্তমান বাস্তবতার বিভিন্ন অবস্থা ও পরিস্থিেিত আমরা যেন তোমার পবিত্র আত্মার শক্তি ও অনুগ্রহ নিয়ে সেবাকাজের দায়িত্ব পালন করতে পারি।
শেষে যুবযাজকদের সভাপতি ফাদার প্রদীপ কস্তা এই প্রোগ্রামে অংশগ্রহণকারী ফাদারদের ধন্যবাদ জ্ঞাপন করার মধ্য দিয়ে প্রোগ্রাম এর সমাপ্তি ঘোষণা করেন।

নব অভিষিক্ত যাজক খোকন খ্রীষ্টফার বাড়ো, সিএসসি এর জীবন বৃত্তান্ত
নাম : খোকন খ্রীষ্টফার বাড়ো, সিএসসি
পিতা : স্বর্গীয় বিহারী বাড়ো
মাতা : স্বর্গীয়া রুনিয়া এক্কা
ভাই-বোন : পাঁচভাই-তিন বোন
জন্ম তারিখ : ২রা নভেম্বর, ১৯৮৩ খ্রীষ্টাব্দ
গ্রাম : লক্ষীডাঙ্গাঁ
ধর্মপল্লী : শ্রমিক সাধু যোসেফ (ভুতাহারা) ধর্মপল্লী
জেলা : নওগাঁ
শিক্ষাজীবন
প্রাথমিক শিক্ষালয় : রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিয়ামতপুর, নওগাঁ।
এসএসসি : বামইন উচ্চ বিদ্যালয়, নওগাঁ
এইচএসসি : নিয়ামতপুর ডিগ্রীকলেজ, নওগাঁ
ডিগ্রী : নটর ডেমকলেজ, ঢাকা (২০০৭-২০১২)
দর্শনশাস্ত্র ও ঐশতত্ত্ব : পবিত্র আত্মা উচ্চ সেমিনারী, বনানী, ঢাকা (২০১৩-২০২০)
সেমিনারী গঠন জীবন
(২০০৭-২০১২) : খ্রীষ্ট দর্শনগৃহ, ম্যাথিসহাউস, ঢাকা
(২০১২-২০১৩) : পবিত্র ক্রুশনব্যালয়ে, বরিশাল
(২০১৩-২০২০) : পবিত্র ক্রুশসাধনাগৃহ, বনশ্রী, রামপুরা, ঢাকা
(২০১৬-২০১৭) : এক বছর পালকীয় অভিজ্ঞতা: পাদ্রীশিবপুর ধর্মপল্লী, বরিশাল
ব্রতীয় জীবন
২৬ জুলাই ২০১৩ খ্রীষ্টাব্দ : প্রথম ব্রতগ্রহণ, পবিত্রনব্যালয়, সাগরদী, বরিশাল।
১২ই জুন, ২০২০ খ্রীষ্টাব্দ : আজীবন ব্রতগ্রহণ, পবিত্র ক্রুশসাধনাগৃহ, রামপুরা, ঢাকা।
১৩ই জুন, ২০২০ খ্রীষ্টাব্দ : পরিসেবক বা ডিকন অভিষেক, পবিত্র ক্রুশসাধনাগৃহ, রামপুরা, ঢাকা।
১৫ জানুয়ারী,২০২১ খ্রীষ্টাব্দ : যাজকীয় অভিষেক, ক্যাথিড্রাল ধর্মপল্লী, রাজশাহী।

Please follow and like us: