করোনা মহামারীর কারণে বাড়ির বাহিরে বের হওয়া নিষেধ। রাস্তায় পুলিশ প্রশাসন টহলরত। রাস্তায় কদাচিৎ লোকের দেখা মিলে। খ্রিস্টভক্তদের মধ্যে আপসোস রবিবাসরীয় খ্রিস্টযাগ ও ধন্যবাদ-কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে কিনা! তবু করোনা মহামারীকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্বাস্থ্যবিধি মেনে ৪ জুলাই ২০২১ খ্রিস্টাব্দে রবিবাসরীয় খ্রিস্টযাগের পর উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টভক্তদের উপস্থিতিতে ফাদার দিলীপ এস. কস্তাকে ধন্যবাদ-কৃতজ্ঞতা এবং নবাগত পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরীকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন বোর্ণী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা, মথুরাপুর ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার সাগর কোড়াইয়া, সাধু পোপ ষষ্ঠ পল সেমিনারীর পরিচালক ফাদার লিপন রোজারিও ও ফাদার শৈবাল রোজারিও। ধন্যবাদ-কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপনের খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ফাদার দিলীপ এস. কস্তা। খ্রিস্টযাগের উপদেশে ফাদার সুশান্ত ডি’কস্তা ফাদার দিলীপ এস. কস্তার পালকীয় সেবাদায়িত্বে খ্রিস্টভক্তদের সাথে সুসম্পর্ক এবং একজন পিতার সত্যিকার ভালবাসার কথা ব্যক্ত করেন।
ফাদার দিলীপ এস. কস্তা দীর্ঘ প্রায় দশ বছরের অধিক সময় সাধ্বী রীতা’র ধর্মপল্লী, মথুরাপুরে পালকীয় সেবাদায়িত্ব পালন করে পবিত্র পরিবারের ধর্মপল্লী, কলিমনগর রাজশাহীতে পালকীয় সেবাদায়িত্ব পালন করবেন। আর ফাদার শিশির নাতালে গ্রেগরী পবিত্র আত্মা উচ্চ সেমিনারী, বনানীতে তিন বছর প্রিফেক্ট অফ স্ট্যাডির দায়িত্ব পালন করে মথুরাপুর ধর্মপল্লীতে নিয়োগ পান।
খ্রিস্টযাগের পর ধন্যবাদ-কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা-অভিনন্দনের অনুষ্ঠানে ছিলো উদ্বোধনী নৃত্য, প্রদীপ প্রজ্জ্বলন, উপহার প্রদান, বক্তৃতা এবং ফাদার দিলীপ এস. কস্তার প্রতি ধন্যবাদ-কৃতজ্ঞতা ও ফাদার শিশির নাতালে গ্রেগরীকে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়ে গীতিনৃত্যনাট্য। ফাদার দিলীপ এস. কস্তা তার বক্তৃতায় খ্রিস্টভক্তদের সকল প্রকার সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। নবাগত পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী তার বক্তৃতায় ভক্তজনগণের আত্মার পালক ও প্রত্যেকজনকে স্বর্গে পৌঁচ্ছে দেবার প্রতিশ্রতি ব্যক্ত করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : -ফাদার সাগর কোড়াইয়া

Please follow and like us: