আরও একটা বছর চলে গেলো,
বেড়ে যাবে আরেকটা মোমবাতি
কালও ছিলাম আজও আছি,
তোমার জন্মদিনের সাথী। {শুভ জন্মদিন}
গত ২৫ সেপ্টেম্বর ২০২১ খ্রি: শনিবার বেনীদুয়ার ধর্মপল্লীর জন্য অত্যন্ত একটি আনন্দের দিন। এই শুভদিনে ধরণীর বুকে এসেছিল একটি শিশু হাসি মুখে মুন্ডুমালা গ্রামে বাবা–মার কোল উজ্জ্বল করে। দেখতে দেখতে সে আজ অতিক্রম করল ৫২টি বছর। সে আর কেউ নয় আমাদের ধর্মপল্লীর পাল–পুরোহিত শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী। দিনের শুরুতেই ধর্মপল্লীর ছোট ছোট ছেলে–মেয়ে ও মা–বাবাদের নিয়ে শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী নামে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন সহকারী–পুরোহিত বাপ্পী এন. ক্রুশ। এরপর হোস্টেলের ও শিশুমঙ্গলের ছেলে–মেয়েরা শুভেচ্ছা গান ও নাচের মধ্য দিয়ে ফাদার ফাবিয়ান মারান্ডীকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করে। এরপর ফাদার তার আজকের দিনের অনুভুতি প্রকাশ ও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে ফাদার জন্মদিনের কেক কাটেন ও সকলে কেক খাওয়ার মধ্য দিয়ে জন্মদিনে আনন্দ প্রকাশ করে।
বরেন্দ্রদূত নিজস্ব সংবাদদাতা