গত ২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার, বনপাড়া ধর্মপল্লীর ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের নিয়ে “আর নয় অন্ধকার, এসো জীবনের পথে” মূলভাবের উপর দিনব্যাপি একটি সেমিনার অনুষ্ঠিত হয়। রবিবাসরীয় খ্রিস্টযাগের মধ্য দিয়ে শুরু হয়ে তা বিকেল ৫:৩০ টায় শেষ হয়। ধর্মপল্লীর ওয়াইসিএস দল ও ধর্মপল্লীর উদ্যোগে তা আয়োজিত হয়। দিনের কর্মসূচিতে শ্রদ্ধেয় পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা তার স্বাগত আশির্বাদ বাণীতে সকলের প্রতি আহ্বান জানান সকল প্রকার অন্ধকার পথ ছেড়ে আলোর পথে পা রাখতে ও সে পথে এগিয়ে যেতে। ধর্মপল্লীর ওয়াইসিএস পরিচালিকা সি. ক্লেমেন্টিনা এসএমআরএ সংগঠনের বিভিন্ন দিক আলোকপাত করেন। সেই সাথে তিনি নির্দেশনা দান করেন কিভাবে সংগঠনের সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে নিজ জীবন ও ধর্মপল্লীকে আরও জীবন্ত করে তোলা সম্ভব। ফাঃ টিটু গমেজ শিক্ষার্থীদের যাপিত জীবনের নৈতিক মূল্যবোধের বিভিন্ন দিক সাবলীলভাবে তুলে ধরেন। ছোট সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেমিনারের শেষ সহভাগিতায় ফাঃ পিউস গমেজ শিক্ষার্থীদের কাছে ধর্মপল্লীর প্রত্যাশা ও মণ্ডলির প্রত্যাশা তুলে ধরেন। একই সাথে তিনি চলমান সকল অসঙ্গতি, আসক্তি থেকে বেড়িয়ে একটি সুশৃংখল জীবন গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করেন। অনুপ্রাণিত করেন সময়ের সঠিক ব্যবহার করার, পড়াশুনায় মনোনিবেশ করার ও আদর্শ খ্রিস্টীয় জীবনবোধে বেড়ে উঠার। পরিশেষে পাল-পুরোহিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যারা বিশেষভাবে সকল আয়োজনে অক্লান্তভাবে শ্রম দিয়ে দিয়ে অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করেছেন।

বরেন্দ্রদূত রিপোর্টার ফা: পিউস গমেজ

Please follow and like us: