কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক সদ্য প্রয়াত ডেনিস সি. বাস্কে মহোদয়ের সম্মানে অদ্য ১০/৯/২০১৮ তারিখে কারিতাস রাজশাহী অঞ্চলের ফাদার চেস্কাতো সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো এক বিশেষ স্মরণ সভা। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও প্রেসিডেন্ট, কারিতাস বাংলাদেশ এবং বিশপ, রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি. ফ্রান্সিস অতুল সরকার নির্বাহী পরিচালক, কারিতাস বাংলাদেশ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার পল গমেজ, সম্মানিত সদস্য, জিবি/ইবি বোর্ড, কারিতাস বাংলাদেশ; মি. সেবাষ্টিয়ান রোজারিও, সহকারি নির্বাহী পরিচালক, অর্থ ও প্রশাসন; মি. সুক্লেশ জর্জ কস্তা, ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চলসহ অত্র অঞ্চলের বিভিন্ন স্তরের কর্মী/কর্মকর্তা, কারিতাস রাজশাহী অঞ্চলের সম্মানিত আরপিইসি সদস্য ও জিবি/ইবি বোর্ডের সম্মানিত সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধি ও শুভাকাংঙ্খীগণ। অনুষ্ঠানে ডেনিস সি. বাস্কে মহোদয়ের সুদীর্ঘ কর্মময় জীবনের তথ্য উপস্থাপনসহ তাঁর বিভিন্ন সেবাকাজের স্মৃতিচারণ করা হয়। উল্লেখ্য তিনি গত ১৯/৮/২০১৮ খ্রিস্টাব্দে স্ট্রোক করে অকাল মৃত্যুবরণ করেন। স্মরণ অনুষ্ঠানে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও পরিবারের সদস্য-সদস্যাদের প্রতি কল্যাণ কামনা করা হয়।
স্মৃকিচারণ করতে গিয়ে কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক বলেন, স্বর্গীয় ডেনিস ছিলেন ঈশ^রের দেয়া আমাদের জন্য একটি উপহার। তিনি আদিবাসীদের অর্থনৈতিক উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের পথ দেখিয়েছেন এবং এ পথ যাত্রায় সামাজিক কোন অসঙ্গতি যেন সৃষ্টি না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিয়েছিলেন।
কারিতাস বাংলাদেশের প্রেসিডেন্ট বিশপ জের্ভাস রোজারিও বলেন, স্বর্গীয় ডেনিস বাস্কে ছিলেন অত্যন্ত পরিশ্রমি, সৎ, প্রতিশ্রুতিবদ্ধ ও আদর্শবান। তিনি মানুষকে স্বপ্ন দেখাতেন।
সংবাদদাতা: মি. অসীম ক্রুশ
কারিতাস রাজশাহীতে স্মরণ সভা
Please follow and like us: