গত ০৭ অক্টোবর, ভূতাহারা ধর্মপল্লীর উদ্যোগে ধর্মপল্লীর মারীয়া সংঘ, বোর্ডিং-এর ছেলে-মেয়ে ও প্রথম কম্যুনিয়ন ক্লাসে আসা ছেলে-মেয়েদের জন্য “এসো জপি রোজারিমালা, খুলে ফেলি স্বর্গের প্রবেশের তালা” এই মূলসুরকে ভিত্তি করে ভূতাহারা ধর্মপল্লীতে জপমালা রাণী মা মারীয়ার পর্ব উদযাপন করা হয়। পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে পর্ব দিবসটি শুরু করা হয়। পর্বীয় খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্যকারী ছিলেন উক্ত ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফা: স্বপন পিউরীফিকেশন। জপমালা রাণী মা মারীয়ার পর্বকে স্মরণ ও অর্থপূর্ণ করার জন্য সন্ধ্যায় জ্বলন্ত প্রদীপ হাতে শোভাযাত্রা করে রোজারিমালা প্রার্থনা করা হয়। এতে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর ফাদার, সিস্টারসহ ২৭০ জন খ্রিস্টভক্ত।

Please follow and like us: